Home Blog Page 17

গরু মোটাতাজাকরনের জন্য ইউ,এম,এস কিভাবে বানাবেন?

0

সুপ্রিয় খামারীবৃন্দ,
মোটাতাজাকরনের একটি সহজ এবং স্বাস্থ্যসম্মত হাতিয়ার হল ইউ,এম,এস।এই ইউ,এম,এস কি?কিভাবে খাওয়াবেন?কিভাবে বানাবেন? ইত্যাদি নানা প্রশ্নের উত্তর পাবেন নিচের বর্ননায়।

ইউ,এম,এস কি?
ইউ (U) দিয়ে হয় ইউরিয়া (Urea) আর এম (M) দিয়ে হল মোলাসেস (Molassess) অর্থাৎগুড়। সর্বশেষে এস (S) দিয়ে হয় স্ট্র (Straw) মানে খড়।এই তিনটি উপাদান পরিমান মত মিশ্রিত করে গরুকে দৈনিক পরিমান মত খাওয়ালে গরু হয়ে উঠবে বাজারের সেরা।

মেশানো হিসাব কি?
খড় যদি ১০ কেজি হয়, তাহলে ঘনত্বের উপর নির্ভর করে ২.১ – ২.৪ কেজি মোলাসেস এবং ২০০-৩০০ গ্রাম ইউরিয়া মেশালেই চলবে।আর পানি তো ৫-৭ লিটার।খড়গুলো ৪-৬ ইঞ্চি করে কেটে নিলে ভাল হয়।এরপর মোলাসেস আর ইউরিয়া ভালভাবে পানি দিয়ে মিশিয়ে থকথকে(জিলাপীর কাইয়ের মত) করে নিবেন।

এরপর একটি পলিথিনের উপর মেপে নেওয়া খড় বিছিয়ে দিয়ে মোলাসেস আর ইউরিয়ার মিক্সারটি ভালভাবে খড়ের সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশাতে হবে। প্রয়োজনে আরো একটু পানি মিশাতে পারেন। খেয়াল রাখতে হবে,মিক্সারটি যেন  খড়ের সাথে ভালভাবে মিশে যায়।এরপর পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে পারেন।
এখন আপনার গরুর জন্য বিরানী তৈরী হয়ে গেল।তবে এ মিক্সার কোনভাবেই ৩ দিনের বেশি ব্যবহার করা যাবে না তবে ২ দিনই শ্রেয়।শুরু করতে পারেন ৩০০-৫০০ গ্রাম ইউ,এম,এস দিয়ে।আর পর্যাপ্ত পানি খাওয়াতে ভুলবেন না।

তাছাড়া গরু মোটাজাকরনের জন্য গুরুত্বপুর্ন বিষয়ে কিছু লিংক আপনাদের জন্য ভিডিও লিংক নিচে শেয়ার করলাম আপনাদের সুবিধার জন্য।

  • গরু মোটাতাজাকরনের জন্য কোন ধরনের গরু নির্বাচন করবেন তা জানতে এই লিংকের ভিডিওটি দেখতে পারেন। https://www.youtube.com/watch?v=bm81g2FFg4I&feature=youtu.be
  • #এক_সারি_বিশিষ্ট_ঘর কিভাবে তৈরি করবেন তা জানতে এই লিংকের ভিডিওটি দেখতে পারেন। https://www.youtube.com/watch?v=uWPIBvonUeA&t=208s

Farmer Hopeগরু মোটাতাজাকরনের খুঁটিনাটি(পর্ব-৮)ঃখাওয়া-দাওয়া

0


গরুর মোটাতাজাকরনের জন্য একটি গরুত্বপূর্ন বিষয় হল তার সঠিক খাওয়া দাওয়া।ধরেন, আপনার গরুর ওজন ১০০ কেজি তাহলে সে দৈনিক কতটুকূ খাবে?অনেকে অনেক মত দিবেন এটাই স্বাভাবিক।তবে বিজ্ঞান সম্মত মতটা কি হতে পারে?

যদি গরুর দৈহিক ওজন হয় ১০০ কেজি তাহলে দৈনিক ১ কেজি খড় তার চাই ই চাই।আর সাথে যোগ করতে হবে ২৫০ গ্রাম ঝোলা গুড়।

এই গরুকে দৈনিক ৩-৫ কেজি কাঁচা ঘাস দিলেই চলবে।তবে অবশ্যই তা ভাল মানের হওয়া চাই।যেমন নেপিয়ার,পারা,পাক চুং,জার্মান ইত্যাদি।আর যদি তা না পান তাহলে রাস্তার ধারের দল বা দূর্বা ঘাসই ভারসা।

দৈনিক খাবারের সাথে দানাদার খাবার যোগ করা বাধ্যতামূলক।তবে সেটা ১০০ কেজি ওজনের গরুর জন্য ২-৩ কেজির বেশি নয়। খাবারের বিভিন্ন উপাদানের মিশ্রনটা হওয়া চাই সুষম।তাহলে গরু ত্বর ত্বর করে বেড়ে উঠবে।আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবে।

মোটা তাজাকররেন আর একটা গোপন রহস্য হল “ইউ,এম,এস” খাওয়ানো।যারা এই বিষয়টি জানেন বা জানতে চান তার inbox এ মেসেজ করতে পারেন।সেটা নিয়ে আরেকটি পর্ব লিখব।

সঠিক খাওয়ারের সাথে সাথে প্রয়োজন গরু বিক্রির আগ পর্যন্ত সুস্থ থাকা।বিশাল দেহের গরুটি যদি ক্ষুরা বা এনথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে কোরবানীর হাটে নেড়ী কুকুরের মত পড়ে থাকে।তা হলে সব আশা জলাঞ্জলী।তবে ভয় পাবেন না ।সেটা ঠেকানোর উপায় নিয়ে আলোচনা হবে আগামী পর্বে।সেই পর্যন্ত www.facebook.com/farmenhope.page/ এ like দিয়ে সাথেই থাকুন।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন

১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?  
১১। গরুর দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?

Farmer Hope গরু মোটাতাজাকরনের খুঁটিনাটি(পর্ব-৭)ঃ হজম বৃদ্ধিকারক

1


গরু যা খেল তা যদি মল-মুত্র দিয়েই বের হয়ে যায় তাহলে শরীরে থাকল কি!আপনি কষ্ট করে গরুতে খাবার দেন আর  সে সব বের করে দিবে, তাহলে কি চলবে! অবশ্যই না।

খাবারকে মাংসে পরিনত করতে হলে সেই খাবারের সঠিক হজম হওয়া চাই।গরুর পেটের কার্যকারিতা যদি ভাল থাকে তা হলে ভাল ভাবে হজম করতে পারবে।পেটের কার্যকারিতা বৃদ্ধি সব চেয়ে সহজলভ্য ঔষধ হল “আদা” ।এটি পরিমার মত খাওয়ালে হজম প্রক্রিয়া ত্বরানিত হবে।এটা হলো পুরানো কবিরাজি।

যদি নতুন ডাক্তারি চান তাহলে বলতে হবে দোকান থেকে কিনে নিতে পারেনDigitop/Stoma vet/Digimix ইত্যাদি অথবা যেকোন ভাল কোম্পানির এ জাতীয় পাউডার যা নিয়ম অনুযায়ী খাওয়াতে পারেন।তবে টানা ৩-৫ দিনের বেশি নয়।

এরা গরুর পেটকে ভাল রাখবে।ফলে গরুকে যতই খাওয়াতে থাকেন না কেন পেট ফুলা,বদ হজম,ক্ষুধা মন্দা জাতীয় সমস্যা গুলো গরুকে আর তেমন কাবু করতে পারবে না।গরু মনের আনন্দে ঘাস চিবুতে থাকবে।আর যত বেশি চিবুনি তত বেশি ওজন।এর মাধ্যমে আপনি কম খাবার খাওয়ায়ে বেশি ওজন আনতে পারবেন।কারন এ ক্ষেত্রে বেশির ভাগ খাবারই তার শরীরে কাজে লাগবে।

পেট না হয় ভাল কাজ করছে,কিন্তু আপনি গরুকে পর্যাপ্ত খাবার দিচ্ছেন তো!যদি খাবারই কম হয় তাহলে আর হজম শক্তি বাড়িয়ে লাভ কি?তাহলে গরু কতটুকু ঘাস,খড় এবং দানাদার খাদ্য খাওয়াবেন? সেই বিষয়ে পরের পর্বে আলোচনে হবে।

সেই পর্যন্তwww.facebook.com/farmerhope.page/এ like দিয়ে সাথেই থাকুন।আর মোটা তাজাকরন সম্পর্কে কোন বিষয় জানার থাকলে message করুন।আপনার প্রয়োজনীয় বিষয়টা নিয়ে পরবর্তীতে পোষ্ট লিখার চেষ্টা করব।

আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন

১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?  
১১। গরুর দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?

Farmer Hope গরু মোটাতাজাকরনের খুঁটিনাটি(পর্ব-৬)ঃ লিভার টনিক

0


লিভারের সোজা সাপ্টা বাংলা হল কলিজা।আর লিভার টনিক মানে হল কলিজা ভাল করার ঔষধ। কৃমিনাশকের তিক্ত স্বাদ গ্রহন করে গরু যখন মুখ কালো করে অভিমান করে বসে থাকে।তখনি দরকার লিভার টনিকে।এই টনিক গরুর মুখে হাসি ফুটাবে।মনের আনন্দে হেসে খেলে খাওয়া দাওয়া শুরু করবে।বেশি বেশি খাবে আর ফুলতে থাকবে।

যদি বলেন কি ম্যাজিক আছে এই টনিকে? উত্তর খুব সিম্পল।এই সমস্ত টনিক লিভারকে সুরক্ষিত করে।কলিজা কৃমি যদি লিভার কে ফুটো ফুটো করে তোলে সেটাও সারিয়ে তোলে এই মহৌষধ।এটি লিভার থেকে এক ধরনের হজম  রস নিঃসরনে সহায়তা করে।এই রস পেটের মধ্যে গিয়ে যাকে পাই, তাকেই পিষে ফেলে। তাই পরিপাকে আর বাঁধা থাকে না।
বাজারে অনেক ধরনের লিভার টনিক পাওয়া যায় যেমনঃHepamin forte,Hepato vet,Livatone,Renaliv,Liva vit ইত্যাদি ইত্যাদি।এখন পছন্দ আপনার।বুদ্ধিমানের কাজ হবে একজন রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া।

তবে এই টনিক ৫ দিনের বেশি খাওয়ানো যাবে না।প্রথম কৃমির ঔষধ খাওয়ানোর পরবর্তী  দিন থেকে নির্দেশনা মোতাবেক ৫ দিন খাওয়াবেন।তার পর বন্ধ।আবার,পরবর্তীতে ১০ দিন পর যদি দ্বিতীয় ডোজ কৃমি নাশক খাওয়ান সেক্ষেত্রে তারপরের দিন থেকে আবারো ৫ দিন খাওয়াবেন।এই মিলে মোট দুই বার।যদি পাতলা পায়খানা হয় তাহলে অবশ্যই এই ঔষধ বন্ধ রাখতে হবে।

লিভারের কাজ তো ঠিক হল।এবার ঠিক করতে হবে পেটের কাজ। যাকে বিজ্ঞানের ভাষায় বলে পাকস্থলী (Stomach).পেট ঠিক তো দুনিয়া ঠিক।পাকস্থলীর কথা-বার্তা পরবর্তী পর্বে থাকবে।

সেই পর্যন্ত www.facebook.com/farmerhope.page/এই পেইজে লাইক দিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করুন।সুযোগ পেলে ১-৫ পর্যন্ত পর্বগুলোতে আবার একটু চোখ বুলিয়ে নিতে পারেন।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাট সদর

আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন

১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?  
১১। গরুর দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?

 

  

Farmer Hope গরু মোটাতাজাকরনের খুঁটিনাটি(পর্ব ৫)ঃ কৃমি মুক্ত করন-২

1


 
গরুর পেটের ভিতর মাস্তানি করে বেড়ায় বিভিন্ন ধরনের কৃমি।যাদের মধ্যে আছে পেট মোটা গোল কৃমি,চিকন ফিতা কৃমি,চ্যাপ্টা পাতা কৃমি।এছাড়া ও আছে আরো হরেক রকমের গজিয়ে উঠা মাস্তান।তাদের দাপটে গরু আর কিছু করতে না পেরে খালি ভে ভে করে।

যদি নিশ্চিত হতে চান আপনার গরুর শরীরে কোন ধরনের কৃমি আছে তাহলে নিকটস্থ প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে গরুর মল পরীক্ষা করে নিতে পারেন।আর যদি তা সম্ভব হয়।তা হলে কি করবেন?

এই ক্ষেত্রে,এমন কৃমি নাশক খাওয়াতে হবে যা অনেক ধরনের কৃমিকে একাই শেষ  করে দিতে পারে।যেমন, Endex/Renadex/LT vet ইত্যাদি (অথবা, অন্য যেকোন ভাল কোম্পানির ঔষধ)গরুর প্রতি ৭০-৮০ কেজির দৈহিক ওজনের জন্য একটি বোলাস হিসেবে খাওয়াতে পারেন।

কলিজা কৃমি গরুর কলিজাকে ছিঁড়ে ফুটো ফুটো করে ফেলে।একে আটকানো জন্য ব্যবহার করতে পারেন,Injection. Nitronex/Nitrox A   vet ইত্যাদি।যা গরুর চামড়ার নীচে প্রয়োগ করতে হবে, প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য ৫ মিলি।এছাড়া বোলাস Fasinex/Flukenil ইত্যাদি খাওয়াতে পারেন প্রতি ৭০-৮০ কেজি ওজনের গরুর জন্য একটি করে।

গরুর কলিজা ঠিক তো গরু হিট।আপনি থাকবেন ভাবনা মুক্ত।

তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ঔষধ পাতির বিষয় তাই খাওয়ানো আগে একজন রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নিলে খুব ভাল হয়।আপনি টেনশান মুক্ত থাকবেন।

কৃমির ঔষধ রুচি নষ্ট করে দিতে পারে।তাই রুচির জন্য পরামর্শ থাকবে সামনের পর্বে।সেই পর্যন্ত www.facebook.com/farmerhope.page/ এই পেইজে like দিয়ে পরের পর্ব নিশ্চত করুন।

 

আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন

১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?  
১১। গরুর দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?

Farmer hope গরু মোটাতাজাকরনের খুঁটিনাটি(পর্ব ৪)ঃ কৃমি মুক্ত করন-১

0


প্রিয়খামারীবৃন্দ,

আপনার মোটাতাজাকরনের জন্য কেনা গরুটি যদি কৃমিতে ভরপুর থাকে তাহলে,আপনি গরুকে যা খেতে দিবেন তার পুষ্টিকর অংশে ভাগ বসাবে, ঝাঁকে ঝাঁকে পেটের ভিতর লুকিয়ে থাকা বিভিন্ন জাতের এই পরজীবিরা।

আর পেটের বাইরে অর্থাৎ চামড়ার উপর আটঁলী,উকুন ইত্যাদি থাকলে তো আর কথাই নেই।শরীরের সব রক্ত চুষে খেয়ে সাবার করবে।তখন মোটাতাজা বাদ দিয়ে গরুর জীবন নিয়ে টানাটানি শুরু হবে।

তবে একটু খেয়াল রাখলে এই টানাটানিতে আপনাকে পড়তে হবে না।কি করবেন?

মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুটি যদি সুস্থ,স্বাভাবিক ও অক্ষত থাকে তাহলে প্রথমে গরুকে খুব ভাল ভাবে ঘসে-মেজে গোসল করিয়ে স্মার্ট করতে হবে।প্রথম বার গোসল করানো সময় Tichlofor vet বা এ জাতীয় বহিঃপরজীবি নাশক নির্দেশনা মোতাবেক মিশিয়ে নিতে পারেন।মনে রাখবেন স্বাভাবিক আবহাওয়ায় প্রতি সপ্তাহে কমপক্ষে ২-৩ বার গোসল করিয়ে গরুকে স্বস্তির মধ্যে রাখতে হবে।

গোসলের সময় গায়ের চামড়ায় হালকা মেসেজ করতে পারলে ভাল হয়।এতে শরীরের বাহ্যিক অংশে রক্ত চলাচল বাড়ে আর মাংস বৃদ্ধি ত্বরান্বিত হয়।

গরু ক্রয়ের প্রথম সপ্তাহের মধ্যে ivermectin গ্রুপের ঔষধ যেমনঃAmectin plus,Vermic ইত্যাদি ঔষধ রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ মত চামড়ার নীচে প্রয়োগ করতে হবে।

এই সমস্ত কাজ করে শরীরের বাইরের অংশের আপদ বিদেয় করতে পারলে,দেখবেন গরু শান্তিতে ঘুমাতে থাকবে আর মোটা হতে থাকবে।

তবে পেটে যদি কিছু দুশমন অর্থাৎ অন্তঃপরজীবি থেকে যায়, তাহলে গরুর আরামের ঘুম হারাম করে দিতে পারে।তবে সেই দুশমন দমনের কৌশল জানতে পারবেন পরবর্তী পর্বে।তাছাড়া গোল কৃমি কুক্ত করতে চাইলে এই লিংকে ক্লিক করুন

আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন

১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?  
১১। গরুর দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?

error: Content is protected !!