Home Blog Page 19

রাঙ্গামাটি প্রানিসম্পদ পরিবারের ক্ষুদ্র প্রয়াস-“শিশুদের দুগ্ধ বিতরন”.

0



বিশ্ব দুগ্ধ দিবস,২০১৭ উপলক্ষে রাঙ্গামাটি জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ এর যৌথ উদ্যোগে ভেদভেদিস্থ সরকারী শিশু পরিবারের সকল শিশু-কিশোরীদের মাঝে ডেইরী খামারীদের সৌজন্যে বিনামূল্যে দুগ্ধ বিতরন করা হয়।

যেভাবে শুরুঃ
সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিছু করার উদ্যোগ নিয়ে রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীদের সাথে আলাপ করা হয়।খামারীরা সতঃস্ফুর্তভাবে কমপক্ষে ১ লিটার করে দুধ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।আর তা সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্ব গ্রহন করেন রাঙ্গমাটি প্রাণিসম্পদ বিভাগ।

স্থান নির্ধারনঃ
দুধ খাওয়ারনোর জন্য স্থান নির্ধারন করা হয় ভেদভেদিস্থ সরকারী শিশু পরিবার যেখানে দুইশ এর কাছাকাছি শিশু থাকে।আর তাদের সাথে যোগাযোগ এর জন্য তিন সদস্যের একটি কমিঠিও গঠন করা হয়।

সময় নির্ধারনঃ

“বিশ্ব দুগ্ধ দিবস”কে উপযুক্ত সময় হিসেবে বেঁচে নেওয়া হয় আর সময় নির্ধারন করা হয় দুপুর ১২ টা। যেহেতু সকল খামারীকে খামারের কাজ শেষ করে একত্রিত হতে  সকাল পেরিয়ে যাবে।

দুধ সংগ্রহঃ
বিভিন্ন জায়গায় একটা একটা দুধ সংগ্রহ পয়েণ্ট করা হয়, যেখানে খামারীরা দুগ্ধ জমা করে।সেখান থেকে প্রাণিসম্পদ বিভাগের গাড়ী দুগ্ধ সংগ্রহ করে বিতরন স্থানে নিয়ে যায়।

দুগ্ধ প্রক্রিয়াজাত করনঃ

শিশু সদনের নির্ধারিত রান্না ঘরে,নির্ধারিত পাচক দু্গ্ধ প্রক্রিয়াজাত করেন। সার্বিক তত্ত্বাবধান করেন এ বিষয়ে অভিজ্ঞ একজন খামারী ও প্রাণিসম্পদ বিভাগ।

মুল কার্যক্রমঃ

১লা জুন,২০১৭ খ্রিঃ দুপুর ১২ টার একটু পরে ডাঃ দেওরাজ চাকমার সঞ্চালনায় শুরু হয় মূল আলোচনা সভা।যেখানে বক্তাদের আলোচনায় দুধের প্রয়োজনীয়তা বিস্তারিত ভাবে উঠে আসে।

যারা উপস্থিত ছিলেনঃ

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও প্রাণিসম্পদ বিষয়ক আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া,অন্য আরেকজন সদস্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট বিষয়ক আহ্বায়ক শান্তনা চাকমা;রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা: সুমনী আক্তার; নানিয়াচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:অমর জ্যোতি চাকমা।রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুচয়ন চৌধুরী।রাঙ্গামাটি জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা: দেবরাজ চাকমা।আরো উপস্থিত্ত ছিলেন বেশ হেডম্যানসহ কয়েকজন  ডেইরী খামারী।অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল রাঙ্গামাটি পৌরসভার ভেদিভেদিস্থ সরকারী শিশু পরিবারের ক্ষুদে শিশুরা।

দুগ্ধ বিতরনঃ
আলোচনা শেষে শিশুদের হাতে উষ্ণ দুধের গ্লাস তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।রোজারদারদের জন্য ইফতারের পরে দুধ দেওয়া হয়।

কৃতজ্ঞতা প্রকাশঃ
সমাজ সেবা অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক,সরকারী শিশু সদনের তত্ত্বাবধায়ক, উপস্থিত অতিথিবৃন্দ,ডেইরী খামারীবৃন্দ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ অনুষ্ঠানকে সফল করতে সহায়তা করার জন্য।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

ফটোগ্যালারী


আগামী কাল রাঙ্গমাটিতে বিনামূল্যে দুগ্ধ বিতরন

0

প্রিয় খামারীরা,
আমরা কি পারি না,আগামীকাল আমাদের খামারের ১ লিটার দুধ এক বা একাধিক মানুষের হাতে তুলে দিতে, যাদের নিয়মিত দুধ পানের সুযোগ হয় না?অবশ্যই পারি।
রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীরা সেরকম একটা উদ্যোগ নিয়েছেন। আগামীকাল উনারা প্রত্যেকে কমপক্ষে এক লিটার দুধ বিনা মুল্যে বিতরনের জন্য প্রদান করবে।যা প্রাণিসম্পদ বিভাগ এর তত্ত্বাবধানে সংগ্রহ করে, ভেদভেদী সরকারী শিশূ সদনের শিশু-কিশোরদের মাঝে বিতরন করা হবে।

আপনার এলাকায় আপনিও এরকম একটা উদ্যোগ নিতে পারেন।আপনার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মুখে হাসি ফুটাবে।যার মূল্য অমূল্য……
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

রাঙ্গামাটির ডেইরী খামারীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন

0


 

 


রাঙ্গামাটি সদর উপজেলার ৪০ জন ডেইরী খামারীকে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারন ও ভ্রুন স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় “তিন দিন ব্যাপী কৃত্রিম প্রজনন এবং খামার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ শাখাওয়ার হোসেন।প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ) ডাঃসুচয়ন চোধুরী,জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃদেবরাজ চাকমা; এন,এ,টিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃজাগৃতি চাকম; ভিএফএ (এ আই) দীপল চকমা;ভিএফএ কুঞ্জ বিহারী চাকমা সহ অভিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীরা তাদের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, তাদের সফল খামার গড়ে তুলার জন্য এ প্রশিক্ষন খুব কাজে লাগবে।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) ডাঃসুচয়ন চোধুরী।

 


ডাঃ সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)

রাঙ্গামাটি সদর

 

আজ(২২/০৫/১৭ ইং) ডেইরী খামারীদের প্রশিক্ষন প্রদান

0

আজ (২২/০৫/১৭ ইং) সকাল ১০:০০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, রাঙ্গামাটি সদর এর প্রশিক্ষন কেন্দ্রে ডেইরী খামার ব্যবস্থাপনার উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হবে।

নির্বাচিত খামারীদেরকে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে নিবিন্ধন সম্পন্ন করে যাথা সময়ে প্রশিক্ষনে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হল।

উল্লেখ্য,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন।ডাঃসুচয়ন চৌধরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীদের বিনামূল্যে প্রশিক্ষন প্রদান করা হবে

0

রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক উক্ত উপজেলার  ডেইরী খামারীদের বিনা মূল্যে প্রশিক্ষন দেওয়া হবে।আগ্রহীদের www.facebook.com/farmerhope.page/ এই page অথবা message অথবা comments অপশানে গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।অফিস চলাকালিন সময়ে সরাসরি অফিসে এসে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় তথ্য

 

  • উল্ল্যেখ করতে হবেঃ
    •   খামারের নাম,খামারীর নাম,ঠিকানা,ছবি,মোবাইল নম্বর, ভোটার আইডি নম্বর ইত্যাদি।

 

  • প্রশিক্ষনের স্থানঃ 
    • প্রশিক্ষন কক্ষ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,রাঙ্গামাটি সদর।
  • সময়ঃ 
    • সকাল ৯.৩০ টা
  • তারিখঃ 
    •  ২২,২৩,২৪ মে,২০১৭ ইং
  • প্রশিক্ষনের বিষয়ঃ 
    • ডেইরী খামার ব্যবস্থাপনা,কৃত্রিম প্রজনন এবং রোগ জিজ্ঞাসা।
  • আবশ্যকঃ 
    • ১) রাঙ্গামাটি সদর উপজেলার খামারী হতে হবে;
    • ২) আসন খুবই সীমিত তাই আগে আসলে অগ্রাধিকার পাবে;
    • ৩)নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে।
  • ক্ষমতা সংরক্ষনঃ
    • প্রশিক্ষনার্থীর তালিকা,প্রশিক্ষনের স্থান,সময়,বিষয় সহ প্রশিক্ষন সংক্রান্ত যাবতীয় বিষয় সংযোজন,বিয়োজন,পরিবর্তন বা স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
ডাঃসুচয়ন চৌধুরী

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)

 

রাঙ্গামাটি সদর

রাঙ্গামাটির দূর্গম পাহাড় চূড়ায় সফল কোয়েল খামারী

0




প্রকৃতির প্রতিকূলতাকে হার মানিয়ে রাঙ্গামাটির পাহাড়ে অংশিপ্রূবো রোয়াজ  গড়ে তুলেছেন বিশাল কোয়েল খামার।না দেখলে বিশ্বাসই করা যায় না যে ঐরকম একটা জায়গায় এরকম একটা খামার গড়ে উঠতে পারে।কিন্তু তিনি তাই করেছেন।তার সেই সফলতার গল্প বিটিভির “বাংলার কৃষি” অনুষ্ঠানে গত ১৭/০৫/১৭ ইং প্রচার করা হয়।তার  ভিডিওটি আমি আপনাদের জন্য নিচে শেয়ার করলাম।আশা করি ভাল লাগবে।

চিন্তায় মননে মানসিকতায় আধুনিক এই খামারী ভাল লাগা থেকেই শুরু করেন তার খামার।অবশ্য তিনি এজন্য দীর্ঘ দিন প্রশিক্ষন নিয়েছে।অন্য খামারে কাজ করেছেন।নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য।এটা নতুন খামারীদের জন্য অনুকরনীয়।

নাম মাত্র কয়েকটি কোয়েল নিয়ে শুরু করা এই খামারে বর্তমানে ২৩০০টির অধিক কয়েল রয়েছে।প্রতিদিন গড়ে ১০০০টি করে ডিম বিক্রি করেন তিনি।প্রতিটির দাম ২.৫ – ৩ টাকা।অন্যান ডিমের চেয়ে ওজন অনুপাতে পুষ্টি গুন বেশি হওয়া স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই ডিমের।আকারে ছোট হওয়ায় বাচ্চারা এই ডিম ব্যপক পছন্দ করেন।
আধুনিক এই খামারীর রয়েছে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর।স্থানীয় আগ্রহী খামারীদের জন্যও অল্প বিস্তর বাচ্চার সরবরাহ দিয়ে থাকেন তিনি।তাছাড়া পুরুষ কোয়েলের সংখ্যা বেশি হয়ে গেলে অতিরিক্ত কোয়েল বাজারে বিক্রি করে দেয়।প্রাপ্ত বয়স্ক কোয়েলেরও বাজার দর ভাল।
তিনি নিজের মুখেই খামারের বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে তুলে ধরেছেন।তাছাড়া নতুন খামারীরা কোয়েল পালনের বিভিন্ন টিকিটাকি জেনে নিতে পারবেন আশা করছি। 

ফেইসবুক পেইজঃ Facebook page
 
ডাঃ সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গমাটি সদর
error: Content is protected !!