সবুজ পাহাড়ে সাদা ভেড়া

0
727

শু‌নে‌ছিলাম,
মাননীয় মন্ত্রীর নিউ‌জিল্যান্ড সফর,
পাহা‌ড়ে দেখ‌লেন ভেড়া পালন,
পা‌লে পা‌লে চর‌ছে ভেড়া,
লাগ‌ছে ভীষণ সুন্দর।

পণ কর‌লেন মাননীয় মন্ত্রী,
পাল‌বেন ভেড়া তিনি,
পার্বত্য চট্টগ্রা‌মের পাহা‌ড়ে,
সুন্দর লাগ‌বে আহা‌ রে!
‌মিটা‌বেন দে‌শের আ‌মি‌ষের চা‌হিদা,
ঘুচবে গ‌রি‌বেরও দুঃখ দুর্দশা।

‌যেমন ভাবা তেমন কাজ,
পার্বত্যবাসী দেখল ভেড়ার চাষ,

মাননীয় মন্ত্রীর আ‌শির্বাদ,
মা‌ঝে মা‌ঝে~
রাস্তায় দেখা যায় ভেড়ার ঝাক,
মাননীয় মন্ত্রীর জয় হোক,
‌ভেড়া পালন স্বার্থক হোক।

……..অসাধারন এই কবিতাটি লিখেছেন এবং ছবি তুলেছেন সহকর্মী দীপল চাকমা।

রাঙ্গামা‌টি সদর উপজেলার পৌরসভা থে‌কে আসামব‌স্তি হ‌য়ে কাপ্তাই যাওয়ার প‌থে মগবান ইউ‌নিয়‌নে প্রায়ই দেখা মে‌লে মৎস্য ও প্রা‌ণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গরীব সুফল‌ভোগী‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে বিতরণকৃত ভেড়ার পাল।

গত বছর “সমাজ ভিত্তিক ও বানিজ্যিক খামারে দেশী  ভেড়ার জাত উন্নয়ন ও সংরক্ষন” প্রকল্পের আওয়তায়  বিনামূল্যে ভেড়া প্রদান করা হয়।রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আন্তরিক তত্ত্ববধানে ভেড়ার সংখ্যা বাড়তে থাকে।যা দৃষ্টি কাড়ে পর্যটকদের।

ডা:সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ:দা:)
রাঙ্গমাটি সদর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here