চোখে স্বপ্ন আর বুকে আশা নিয়ে ডেইরী ফার্মীং শুরু করেন সখিনা বেগম, স্বামীঃ নুর আলম, গ্রামঃ আমেনা পাহাড় (ওমদামিয়া পাহাড়), রাঙ্গামাটি।
গাভী পালনের জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং উপজেলা প্রাণিসম্পদ অফিস, সদর, রাঙ্গামাটি থেকে কৃত্রিম প্রজননের জন্য সহায়তা নিয়েছেন। উনার বর্তমানে দুইটি গাভী গর্ভবতী এবং আর একটি বকনা যেকোন সময় ডাক দিতে পারে। উনিই খামারের মূল মালিক।
উনার ইচ্ছা উনার স্বামীকে উনি গাভী পালন করে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং উনি যেন গাভী পালনের মাধ্যমে ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারেন, তাই সকলের দোয়া চেয়েছেন।
আসুন উনি যেন এগিয়ে যান আমরা উনার জন্য দোয়া করি।