পাকচুং ঘাস চাষ পদ্ধতি

0
3916

পাকচুং হল সবুজ রসালো,মোটা কাণ্ড,পাতা নরম এবং সুস্বাদু একটি উন্নত জাতের ঘাসযা সার বছর চাষ করা যায় এবং সারা বছরই ফলন দেয়এতে শুষ্ক পদার্থের পরিমান ১৫% এবং উন্নতমানের ক্রুড প্রোটিন ১৬১৮ %

জমি নির্বাচনঃ
পাক চুং চাষেরর জন্য একটু উচু জমি নির্বাচন করতে হবে যাতে পানি জমে না থাকে
জমি তৈরীঃ
জমিতে ভাল করে দুই  চাষ দুই মইদিতে হবে তাহলে মাটি ঝুড় ঝুড়ে হবে এবং গাছের শিকর বড়তে সহায়ক হবে

 

সার প্রয়োগঃ
প্রতি একর জমিতে গোবর দিতে হবে ১৫ মেট্রিক টনসাথে সাথে টি,এস,পি লাগবে ৫০কেজি, এমওপি ২৫ কেজি

ইউরিয়া ব্যবহারের নিয়মঃ
কাটিং রোপনের ২১  দিন পর ৫০কেজি ইউরিয়া সার দিতে হবে  প্রতি একর জমির জন্যপরবর্তীতে ৪৫দিন পরপর ৫০কেজি করে দিতে হবে
পাচুং চাষ পদ্ধতিঃ
জমিতে রোপন সেচঃ
কাটিং: লাইন টু লাইন ফুট এবংকাটিং টু কাটিং ফুট প্রতি গর্তে কাটিং ক্রস করে ৪৫°কোন করে লাগাতে হবেভাল ফলন পাবার জন্য শুষ্ক মৌসুমে প্রতি ১০দিন পরপর সেদিতে হবে
কর্তন কালঃ
১ম রোপনের ৬০ দিন  পর এবং পরবর্তীতে ৪৫৬০ দিনকাটিং সংগ্রহের জন্য  ৯০১২০ দিনের মধ্যে
উৎপাদনঃ

প্রতি বছর প্রতি একরে ২৩০২৫০ মে.টন

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)

রাঙ্গামাটি সদর

ভূট্টা চাষ সম্পর্কে  এখান থেকে বিস্তারিত জানতে পারবেন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here