পাকচুং হল সবুজ রসালো,মোটা কাণ্ড,পাতা নরম এবং সুস্বাদু একটি উন্নত জাতের ঘাস।যা সার বছর চাষ করা যায় এবং সারা বছরই ফলন দেয়।এতে শুষ্ক পদার্থের পরিমান ১৫% এবং উন্নতমানের ক্রুড প্রোটিন ১৬ – ১৮ %।
জমি নির্বাচনঃ
পাক চুং চাষেরর জন্য একটু উচু জমি নির্বাচন করতে হবে ।যাতে পানি জমে না থাকে।
জমি তৈরীঃ
জমিতে ভাল করে দুই চাষ ওদুই মইদিতে হবে তাহলে মাটি ঝুড় ঝুড়ে হবে এবং গাছের শিকর বড়তে সহায়ক হবে।
জমিতে ভাল করে দুই চাষ ওদুই মইদিতে হবে তাহলে মাটি ঝুড় ঝুড়ে হবে এবং গাছের শিকর বড়তে সহায়ক হবে।
সার প্রয়োগঃ
প্রতি একর জমিতে গোবর দিতে হবে ১৫ মেট্রিক টন।সাথে সাথে টি,এস,পি লাগবে ৫০কেজি, এমওপি ২৫ কেজি।
ইউরিয়া ব্যবহারের নিয়মঃ
কাটিং রোপনের ২১ দিন পর ৫০কেজি ইউরিয়া সার দিতে হবে প্রতি একর জমির জন্য।পরবর্তীতে ৪৫দিন পরপর ৫০কেজি করে দিতে হবে।
কাটিং রোপনের ২১ দিন পর ৫০কেজি ইউরিয়া সার দিতে হবে প্রতি একর জমির জন্য।পরবর্তীতে ৪৫দিন পরপর ৫০কেজি করে দিতে হবে।
পাচুং চাষ পদ্ধতিঃ
জমিতে রোপন ওসেচঃ
কাটিং: লাইন টু লাইন ৪ফুট এবংকাটিং টু কাটিং ৩ ফুট প্রতি গর্তে ২ টকাটিং ক্রস করে ৪৫°কোন করে লাগাতে হবে।ভাল ফলন পাবার জন্য শুষ্ক মৌসুমে প্রতি ১০দিন পরপর সেদিতে হবে।
কর্তন কালঃ
১ম রোপনের ৬০ দিন পর এবং পরবর্তীতে ৪৫ – ৬০ দিন।কাটিং সংগ্রহের জন্য ৯০ – ১২০ দিনের মধ্যে
উৎপাদনঃ
প্রতি বছর প্রতি একরে ২৩০ – ২৫০ মে.টন।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
ভূট্টা চাষ সম্পর্কে এখান থেকে বিস্তারিত জানতে পারবেন