রাঙ্গামাটি সদর উপজেলার ব্রয়লার খামারীদের বিনামূল্যে প্রশিক্ষন

4
838

 

 



রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক উক্ত উপজেলার ব্রয়লার খামারীদের বিনা মূল্যে প্রশিক্ষন দেওয়া হবে।আগ্রহীদের www.facebook.com/farmerhope.page/ এই page অথবা message অথবা comments অপশানে গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।অফিস চলাকালিন সময়ে সরাসরি অফিসে এসে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় তথ্য

 

  • উল্ল্যেখ করতে হবেঃ
    •   খামারের নাম,খামারীর নাম,ঠিকানা,ছবি,মোবাইল নম্বর, ভোটার আইডি নম্বর ইত্যাদি।

 

  • প্রশিক্ষনের স্থানঃ 
    • প্রশিক্ষন কক্ষ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,রাঙ্গামাটি সদর।
  • সময়ঃ 
    • সকাল ৯.৩০ টা
  • তারিখঃ 
    •  পরবর্তীতে জানানো হবে তবে (চলতি মাসের যেকোন সময়)।
  • প্রশিক্ষনের বিষয়ঃ 
    • ব্রয়লার খামার ব্যবস্থাপনা এবং রোগ জিজ্ঞাসা।
  • আবশ্যকঃ 
    • ১) রাঙ্গামাটি সদর উপজেলার খামারী হতে হবে;
    • ২) আসন খুবই সীমিত তাই আগে আসলে অগ্রাধিকার পাবে;
    • ৩)নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে।
  • ক্ষমতা সংরক্ষনঃ
    • প্রশিক্ষনার্থীর তালিকা,প্রশিক্ষনের স্থান,সময়,বিষয় সহ প্রশিক্ষন সংক্রান্ত যাবতীয় বিষয় সংযোজন,বিয়োজন,পরিবর্তন বা স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
ডাঃসুচয়ন চৌধুরী

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)

 

রাঙ্গামাটি সদর

4 COMMENTS

  1. Для настоящих ценителей азиатского кино на сайте дорамы доступны лучшие сериалы с уникальными сюжетами. Здесь вы найдете разнообразие жанров и историй, способных покорить сердце каждого зрителя.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here