গরুর ঘর নির্মান

0
2504

গরুর ঘরটা এমন হওয়া চাই যেখানে আপনি ঢুকলে স্বস্তি পান।তাই ঘরের চালের উচ্চতা কোন ভাবেই ১০ ফুটের নীচে নয়।আর দুই চালা বানালে মাঝখানে চালের উচ্চতা ১২-১৪ ফুটের উপরে হওয়া চাই।

ভাবছেন দুই সারি করে গরু পালাবেন, তাহলে ঘরের পাশ(প্রস্থ) ২৪-২৫ ফুট রাখতে হবে আর এক সারি হলে ১৪-১৫ ফুট পাশ(প্রস্থ) হলেই চলবে।

তাহলে ঘর লম্বাতে(দৈর্ঘ্য) কতটকু হবে?

সেই প্রশ্নের উত্তর হল প্রতি গরুর জন্য পাশাপাশি গড়ে ৩-৪ ফুট জায়গা রাখতে হবে।তাহলে এক লাইনে ১০ টা গরু রাখলে আপনার জায়গা প্রয়োজন ৩০-৪০ ফুট।একইভাবে মুখোমুখি করে দুই লাইনে ১০টি  করে ২০ টি রাখলেও জায়গা লাগবে ৩০-৪০ ফুট।

গরুর খাবার পাত্রের জন্য জায়গা রাখতে পারেন ২ ফুট আর দাঁড়ানোর জন্য ৫-৫.৫ ফুট।পায়খানা প্রস্রাবের জন্য ২ ফুটের একটি ড্রেন করে দিতে পারেন।

পরিষ্কার করা ও হাঁটা চলার জন্য গড়ে খামারের চতুর্দিকে ২-৩ ফুট করে জায়গা রাখলে সুবিধা।এই গেলো এক লাইনের মাপামাপি।

মুখোমুখী দুই সারি করলে দু’সারির খাবার স্থানের মাঝখানে আনুমানিক ৪ ফুট জায়গা রাখতে হবে চলাচলের জন্য।

 

হয়ে গেল আপনার চমৎকার খামার!এবার খামারে গরু তোলার পালা।সেই পালা আর একদিন শুনাব।ততক্ষন পর্যন্ত www.facebook.com/farmerhope.page/ এ  like দিয়ে সাথে থাকুন।

 

আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন

১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?  
১১। গরুর দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here