Farmer Hope গরু মোটাতাজাকরনে খামারীর প্রশ্নোত্তর(পর্ব-১):দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?

3
4672

উত্তরটা খুব সহজ।
যে খাবার খেলে গরুর শরীরের সব ধরনের চাহিদা পূর্ন হবে সে ই খাবারই খাওয়ারতে হবে।যাকে বই পুস্তকের ভাষায় সুষম খাদ্য বলে।এই তালিকার প্রথমেই রাখব ঘাস আর পানি।আর দ্বিতীয়তে হল দানাদার খাদ্য।

যদি আপনি ১০ কেজি ওজনের খাদ্য মিশ্রন তৈরী করেন সেখানে গমের ভূষি রাখতে পারেন ২৫০০ গ্রাম আর তিলের খৈল ২০০০ গ্রাম।এই দুটিতে প্রচুর পরিমান আমিষ আছে।চাউলের কুড়া রাখতে পারেন(তুষ ছাড়া) ১৫০০ গ্রাম এতে আর আমিষ,শর্করা দুটিই পাওয়া যাবে পর্যাপ্ত পরিমানে।

শর্করার উৎস হিসেবে দিতে পারেন চাউলের খুদি(জাউ রান্না) ১৫০০ গ্রাম।তবে সাথে অল্প আদা যোগ করতে হবে।বাড়তি আমিষের জন্য খেশারী ভাংগা ২০০০ কেজি যুক্ত করতে হবে যাতে আমিষ পাওয়া যাবে প্রায় ১৩%।যদি গরুর হাড়-গোড় শক্ত করতে চান তাহলে ডিসিপি যোগ করতে পারেন ২৫০ গ্রাম আর সব শেষে লবন তো থাকবেই সেটা ২০০ গ্রামের মত দিলে হবে।

আপনি হয়ত ভাবছেন একটু ভিটামিন টিটামিন খাওয়ালে মনে সখের গরুটি আরো সুন্দর হবে।তাই আপনার জন্য বলছি,এই মিশ্রনে আপনি ভালো মানের ভিটামিন মিনারেল প্রিমিক্স, যেমনঃ মেগাভিট ডিবি,রেনাভিট ডিবি,ভিটামিক্স ডিবি বাঁ অন্য কোন ভাল মানের ডিবি পাউডার ৫০ গ্রাম যুক্ত করতে পারেন।হয়ে গেল ১০ কেজি দানাদার খাদ্যের মিশ্রন।

জানার থাকলে প্রশ্ন করতে পারেন কমেণ্টে অথবা মেসেজে।আপনার প্রশ্ন দিয়েই হয়ত বা একটা  পোষ্ট।সে পর্যন্ত www.facebook.com/farmerhope.page/ এ like দিয়ে সাথেইই থাকুন।

আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন

১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?  

3 COMMENTS

  1. সুন্দর, পোষ্ট গুলো ফলো করলে মনে হচ্ছে শফল নিচিত হবে ৷

  2. শরীরে জ্বর থাকতে পারে।
    http://www.facebook.com/farmerhope.page এ ম্যাসেজ করেন।ইনবক্সে পরামর্শ পাবেন।
    ডাক্তার কি চিকিৎসা দিয়েছে জানাবেন।
    মনে হচ্ছে নিয়মোনিয়া।দ্রূত চিকিৎসা না নিলে মারাত্মক ক্ষতি হতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here