গাভীর কলিজা কৃমির সংক্রমন আমাদের দেশের প্রেক্ষিতে একট মারাত্মক রোগ।এ রোগের সবচেয়ে উল্লেখ্য যোগ্য বৈশিষ্ট্য হল গলার নীচে ফুলে যাওয়া যাকে ডাক্তারী ভাষায় বলে bottle jaw.এই ক্ষেত্রে গলার নীচে তরল জমে বোতলের মত ঝুলে যায়।
কলিজা কৃমি পশুর কলিজা ছিদ্র করে যার কারনে কলিজা ঠিক মত কাজ করে না।ফলে শরীরের নিচের অংশগুলোতে পানি জমে যাকে আমার Extra cellular sobcutaneous fluid বলি। এটা সবচেয়ে বেশী দৃষ্টি গোচর হয় গলার নীচে।
এই ক্ষেত্রে মাঝে মাঝে পাতলা পায়খানা থাকতে পারে।গরু শুকিয়ে যাবে।হাড় বের হয়ে যেতে পারে।
এই সমস্যা সমাধানে যেসমস্ত কৃমি নাশক কলিজা কৃমির বিরুদ্ধে কাজ করে তা খাওয়াতে হবে।এমনকি যদি প্রাণিটি গর্ভবতী থাকে তাহলেও।
নীচে দুইটি ছবি দিলাম প্রথমটি।প্রথমটি হল চিকিতসার আগে এবং ২য়টি সুস্থ হবার পর।
আশা করি আপনারা আপনাদের প্রাণিটিকে কলিজা কৃমির ছোবল থেকে বাচাঁতে পারবেন।