ক্ষুরা রোগের টিকা কি এবং কিভাবে দিবেন?

0
2613

ক্ষুরা রোগ একটি মারাত্মক ভাইরাস ঘটিত রোগ।Food and mouth diaease (FMD) ভাইরাসের কারনে এ রোগ হয়।

ক্ষুরা রোগের টিকা কি?

ক্ষুরা রোগ প্রতিরোধ করার জন্য ট্রাই ভেলেন্ট টিকা ব্যাবহার করা হয়।ট্রাই ভেলেন্ট অর্থ হল তিন ধরনের ক্ষুরা রোগে জীবানুর বিরুদ্ধে এই ভেক্সিন প্রতিরোধ ক্ষমতা তৈরী করে।

কোন কোন প্রাণিকে দেওয়া যায়?

সাধারন যে সমস্ত পশুর পায়ের ক্ষুরের মাঝখানে ফাঁক থাকে তাদের এই রোগ হয়
তাই এই ধরনের প্রাণিকেই ক্ষুরা রোগে ভেক্সিন করাণো হয়।যেমন: গরু,ছাগল ইত্যাদি।

ডোজ কত?

গরু/মহিষ/ ঘোডা হলে প্রতিটি প্রাণির জন্য ৬ মিলি করে চামড়ার নীচে ইঞ্জেকশন দিতে হবে।

আর ছাগল/ ভেড়া হলে প্রতিটি প্রাণিকে ৩ মিলি করে চামড়ার নীচে ইঞ্জেকশন দিতে হবে।

কোন বয়সের প্রাণিকে করাবেন?

সাধারন চার মাসের উপরে যেকোন বয়সী সুস্থ পশুকে করা যাবে।

কত দিন পর পর করাতে হবে?

প্রতি ৪- ৬ মাস অন্তর এই ভেক্সেন পুন: প্রয়োগ করতে হবে।

বোতকে কতটুকু থাকে?

প্রতি বতলে ৯৬ মিলি ভেক্সিন থাকে।

দাম কত?

প্রতি বোতল ভেক্সিনের দাম ১৬০ টাকা

গর্ভবতী গাভীকে করানো যাবে?

হ্যাঁ, গর্ভবতী গাভীকেও এই ভেক্সিন করানো যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here