বাদলা রোগের টীকা কি?
বাদলা বা Black quarter গবাদি পশুর একটি ব্যাক্টেরিয়া ঘটিত রোগ।নামক ব্যাটেরিয়ার কারনে হয়।এই রোগ প্রতি রোধে টীকা প্রয়োগ করা হয়।
কোন কোন প্রাণিকে দিতে হয়?
গরু,ছাগল,মহিষ,ভেড়া ইত্যাদি প্রাণিকে দেওয়া হয়।
কত বয়সে দেওয়া হয়?
সাধারন ৪ মাস থেকে ৩ বছর বয়সী প্রাণিকে এই টীকা দেওয়া হয়?
ডোজ কত?
গরু,মহিষের ক্ষেত্রে ৫ মিলি চামড়ার নীচে প্রয়োগ করতে হয়।আর ছাগল।ভেড়া হলে ২ মিলি চামড়ার নীচে প্রয়োগ করতে হবে।
প্রতি বোতলে কতটুকু থাকে?
প্রতি বোতলে ১০০ মিলি থাকে।
দাম কত?
প্রতি ১০০ মিলি ( ১ বোতল) ভেক্সিনের দাম ৩০ টাকা
কত দিন পর পর প্রয়োগ করতে হয়?
একবার প্রয়োগ করার পর ১ বছর পর্যন্ত এর প্রতিরোধ ক্ষমতা কার্যকর থাকে।তাই প্রতি বছর এক বার প্রয়োগ করলেই চলে।
গরু ছাগলের আরো দুটি গুরুত্বপূর্ন টিকা হল ক্ষুরা রোগের টিকা এবং এনথ্রাক্সের টিকা
নিচের লিংকগুলো ক্লিক করলে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ক্ষুরা রোগের টিকা প্রয়োগের নিয়ম
এন্থ্রাক্সের টিকা প্রয়োগের নিয়ম