গলা ফুলা রোগ কি?
এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত মারাত্মক রোগ। Pasteurella multocida নামক ব্যাকটেরিয়ার কারনে সাধারনত গরু মহিষে এই রোগ বেশি দেখা।তবে টীকা প্রয়োগেত মাধ্যমে অনেকাংশে এই রোগ প্রতিরোধ কর যায়।
কোন বয়সে করা যায়?
সাধারন গরু/ মহিষের ক্ষেত্রে ৬ মাসের পরে এবং ছাগল/ ভেড়ার ক্ষেত্রে ৩ মাস বয়স হলেই এই টীকা দেওয়া যায়।
ডোজ কত?
গরু/ মহিষের ক্ষেত্রে এই ডোজ হল প্রতি প্রাণির জন্য ২ মিলি চাড়ার নীচে।আর ছাগল ভেড়ার ক্ষেত্রে এই টীকার ডোজ হল প্রতি প্রাণির জন্য ১ মিলি।
কোথায় প্রয়োগ করতে হয়?
সাধারনত চামড়ার নীচে এই টীকা প্রয়োগ করা হয়।কত দিন পর প্রয়োগ করতে হয়?সাধারন প্রতি বছরে এক বছর এক বার এও টীকা প্রয়োগ করতে হয়।
কতটুকু থাকে?
সাধারন প্রতি ভায়েলে ১০০ মিলি ভেক্সিন থাকে
দাম কত?
প্রতি ভায়েল টীকার দাম ৩০ টাকা
আরো জানুন
ক্ষুরা রোগের টিকা কিভাবে করাবেন?
এন্থ্রাক্সের টিকা দেওয়া নিয়ম কি?
বাদলা রোগের টিকা দেওয়ার নিয়ম কি?