মোরগ-মুরগীর ফাউল টাইফয়েড টিকা কি? এবং কিভাবে দিবেন?

    0
    1606

    ফাউল টাইফয়েড রোগ কি?

    এটি মোরগ-মুরগীর একটি ব্যাকটেরিয়া জনিত রোগ।এ তীব্র অথবা দীর্ঘ মেয়াদী হতে পারে।তীব্র প্রকৃতির রোগের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা ও হঠাৎ মৃত্যু হয়।আর দীর্ঘ মেয়াদী রোগের ক্ষেত্রে মোরগ-মুরগীর খাদ্য গ্রহনের অনিহা,ঝুটি বিবির্ন হওয়াসহ সবুজ বা হলুদ বর্নের ডাইরিয়া দেখা যায়।যা মলদ্বারের আশে পাশে পালকে লেগে থাকে।

    প্রস্তুত প্রনালীঃ(বিশেষজ্ঞদের জন্য)

    এই টিকা মাস্টার সিড তৈরি করেছে প্রাণিসম্পদ গবেষনা প্রতিষ্টান,মহাখালী।এটি এলুমিনিয়াম হাইড্রোক্সাইড এডজুভিনেটেট কিল্ড টিকা।

    সংরক্ষনঃ

    টিকা রেফ্রিজারেটরে ২˙ থেকে ৮˙ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষন করলে প্রস্তুতের তারিখ হতে ৬ মাস পর্যন্ত এর গুনগত মান অক্ষুন্ন থাকে।

    ব্যবহার বিধিঃ

    গলার চামড়ার নীচে ০.৫ মিলি করে ইঞ্জেকশোন দিতে হবে।১ম ডোজের ৩০ দিন পর ২য় ডোজ ও ৬ মাস পর বুষ্টার ডোজ দিতে হয়।

    প্রয়োগের বয়সঃ

    ৬ সপ্তাহের উর্ধ্ব বয়সী মোরগ-মুরগিতে এই টিকার প্রথম ডোজ প্রয়োগ করতে হয়।

    সরবরাহঃ

    প্রতি ভায়ালে ২০০ মাত্রা টিকা থাকে।

    মূল্যঃ

    প্রতি ভায়ালের মূল্য ৯০.০০ টাকা

     

     

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here