প্রাণিসম্পদ গবেষনা ইন্সটিটিউট ( LRI), মহাখালী সাভারে তৈরী হচ্ছে উন্নত মানের টিকা। এই প্রতিষ্টান এখন আই,এস,ও (ISO) সনদ প্রাপ্ত অত্যাধুনিক ভ্যাক্সিন উৎপাদন কারী প্রতিষ্ঠান।
গবাদিপশু এবং পোল্ট্রির বিভিন্ন টিকা সারা দেশে সরবরাহ করা হয় এই প্রতিষ্টান থেকে।
উল্লেখযোগ্য টিকার মধ্যে আছে ক্ষুরা, বাদলা, গলাফুলা, তড়কা,রানীক্ষেত,গামবোরো,ককলেরা ইত্যাদি।
আপনার পশু-পাখিকে টিকা প্রদানের জন্য নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং ভেটেরিনারি হাসপাতাল এ যোগাযোগ করুন…
