তবে এই টনিক ৫ দিনের বেশি খাওয়ানো যাবে না।প্রথম কৃমির ঔষধ খাওয়ানোর পরবর্তী দিন থেকে নির্দেশনা মোতাবেক ৫ দিন খাওয়াবেন।তার পর বন্ধ।আবার,পরবর্তীতে ১০ দিন পর যদি দ্বিতীয় ডোজ কৃমি নাশক খাওয়ান সেক্ষেত্রে তারপরের দিন থেকে আবারো ৫ দিন খাওয়াবেন।এই মিলে মোট দুই বার।যদি পাতলা পায়খানা হয় তাহলে অবশ্যই এই ঔষধ বন্ধ রাখতে হবে।
লিভারের কাজ তো ঠিক হল।এবার ঠিক করতে হবে পেটের কাজ। যাকে বিজ্ঞানের ভাষায় বলে পাকস্থলী (Stomach).পেট ঠিক তো দুনিয়া ঠিক।পাকস্থলীর কথা-বার্তা পরবর্তী পর্বে থাকবে।
সেই পর্যন্ত www.facebook.com/farmerhope.page/এই পেইজে লাইক দিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করুন।সুযোগ পেলে ১-৫ পর্যন্ত পর্বগুলোতে আবার একটু চোখ বুলিয়ে নিতে পারেন।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাট সদর
আরো জানতে নিচের লিংকগু্লোতে ক্লিক করুন
১।পর্ব-১: মোটাতাজাকরনের জন্য গরু নির্বাচন করবেন কীভাবে?
২। পর্ব-২: গরুর দাঁত দেখে কীভাবে বয়স বুঝবেন?
৩।পর্ব ৩: গরুর ঘর কেমন হবে?
৪। পর্ব-৪: উঁকুন,আঁঠালী থেকে গরুকে বাঁচাবেন কিভাবে?
৫।পর্ব-৫ঃ পশুর পেটের কৃমি ধ্বংস করবেন কীভাবে?
৬।পর্ব-৬: গরুর রুচি বৃদ্ধি করবেন কিভাবে?
৭। পর্ব-৭:গরু হজম বৃদ্ধিকারক
৮। পর্ব-৮:মোটাতাজাকরনের গরুর জন্য খাওয়া-দাওয়া
৯।পর্ব-৯: ইউ,এম, এস কি?ইউ,এম,এস বানানোর সহজ উপায়
১০। পর্ব-১০: মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুকে কি কি টীকা দিতে হবে?
১১। গরুর দানাদার খাদ্যের মিশ্রন কেমন হবে?