রাঙ্গামাটির ডেইরী খামারীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন

0
807

 

 


রাঙ্গামাটি সদর উপজেলার ৪০ জন ডেইরী খামারীকে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারন ও ভ্রুন স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় “তিন দিন ব্যাপী কৃত্রিম প্রজনন এবং খামার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ শাখাওয়ার হোসেন।প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ) ডাঃসুচয়ন চোধুরী,জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃদেবরাজ চাকমা; এন,এ,টিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃজাগৃতি চাকম; ভিএফএ (এ আই) দীপল চকমা;ভিএফএ কুঞ্জ বিহারী চাকমা সহ অভিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীরা তাদের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, তাদের সফল খামার গড়ে তুলার জন্য এ প্রশিক্ষন খুব কাজে লাগবে।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) ডাঃসুচয়ন চোধুরী।

 


ডাঃ সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)

রাঙ্গামাটি সদর