গামবরো রোগ কি?
গামবোরো একটি ভাইরাস গঠিত মারাত্মক রোগ।সাধারনত ৩ – ৮ সপ্তাহ বয়সী মোরগ-মুরগীর মধ্যে এই রোগ দেখা যায়।আক্রান্ত মোরগ-মুরগীর কোচকানো পালক,অবসন্নতা,ময়লাযুক্ত পায়ুস্থান,উচ্চ তাপমাত্রা,কাঁপুনি ও পানির মতো ডাইরিয়া(অনেক চুনা পায়খানা বলে) এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
প্রস্তুত প্রনালীঃ (বিশেষজ্ঞদের জন্য)
বি এ ইউ -৪০৪ (BAU-404) স্ট্রেইন নামের মাষ্টার সীড (ভেক্সিনের মূল উপাদান) তৈরি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই টিকা তৈরি করা হয়।এটি একটি Live attenuated ভাইরাস থেকে তৈরি টিকা।
সংরক্ষনঃ
সাধারনত ডিপ ফ্রিজে -৫° থেকে -০° সেলসিয়াস তাপমাত্রার নীচে এই টিকা ৬ মাস সংরক্ষন করা যায়।বরফসহ থার্মোফ্লাক্সে এই টিকা ৭ দিন সংরক্ষন করা যায়।
ব্যবহার বিধিঃ
প্রথমে অল্প পরিমান ডাইলুয়েন্ট দিয়ে ছোট টেবলেট আকৃতির টিকা গুলিয়ে পরে অবশিষ্ট ডাইলুয়েন্ট এর সাথে মিশ্রিত করতে হবে।এরপর চোখে ১ ফোঁটা করে প্রয়োগ করতে হবে।
প্রয়োগের বয়সঃ
সাধারনত ১২-১৯ দিন বয়সে এই টিকা প্রয়োগ করতে হয় এবং ৭ দিন পরে ২য় বার প্রয়োগ করতে হয়।তবে মাতৃএন্টিবডির টাইটারের উপর নির্ভর প্রাপ্ত এন্টিবডি টাইটারের উপর ভিত্তি করে এই টিকা প্রয়োগ করলে ভাল।
সরবরাহঃ
প্রতি ভায়ালে ১০০০ মাত্রা টিকা + ৫০ মিলি ডাইলুয়েন্ট থাকে।
মূল্যঃ
প্রতি ভায়াল ২০০.০০ টাকা।