রাঙ্গামাটি প্রাণিসম্পদ বিভাগে নিয়োগ

0
806

রাঙ্গামাটি বাসীর জন্য সুখবর,

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্থান্তরিত জেলা প্রাণিসম্পদ বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর বিভিন্ন শুণ্য পদে লোক নিয়োগ করা হবে।তবে এই পদে আবেদনের প্রথম শর্ত হল বাংলাদেশের নাগরিক হতে হবে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ।তাছাড়া আবেদনের আরো বেশ কিছু যোগ্যতা প্রয়োজন হবে।

আবেদনের যোগ্যতাঃ

আবেদন করতে হলে আরো বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হবে।আসুন এবার জনে নেওয়া যাক কোন পদের জন্য কি যোগ্যতা দরকার?

  • ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যন্ট (ভি,এফ,এ)ঃ

    শূন্য পদের সংখ্যা   : ১ (এক) টি
    বেতন স্কেল   : ১০,২০০-২৪,৬৮০/-
    বয়স   : ১৮-৪০ বছর
    (মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ১৮-৪২ বছর)
    শিক্ষাগত যোগ্যতা   : অনুমোদিত যে কোন শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান পাশ হতে হবে।

 

  • এফএ/এআইঃ

শূন্য পদের সংখ্যা   : ১ (এক) টি
বেতন স্কেল   : ১০,২০০-২৪,৬৮০/-
বয়স   : ১৮-৪০ বছর
(মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ১৮-৪২ বছর)
শিক্ষাগত যোগ্যতা   : অনুমোদিত যে কোন শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান পাশ হতে হবে।
  • কম্পাউন্ডারঃ

    শূন্য পদের সংখ্যা   : ১ (এক) টি
    বেতন স্কেল   : ১০,২০০-২৪,৬৮০/-
    বয়স   : ১৮-৪০ বছর
    (মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ১৮-৪২ বছর)
    শিক্ষাগত যোগ্যতা   : অনুমোদিত যে কোন শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান পাশ হতে হবে।

     

  • পরিচ্ছন্নতা কর্মীঃ

    শূন্য পদের সংখ্যা   : ১ (এক) টি
    বেতন স্কেল   : ৮,২৫০-২০,০১০/-
    বয়স   : ১৮-৪০ বছর
    (মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ১৮-৪২ বছর)
    শিক্ষাগত যোগ্যতা   : অষ্টম শ্রেণি পাশ

বিঃদ্রঃ ভি,এফ,এ/এফএআই/কম্পাউন্ডার পদে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীগনকে ভেটেরিনারি ট্রেনিং  ইনিষ্টিটিউট/লাইভষ্টক ট্রেইনিং ইনিষ্টিটিউট হতে সংশ্লিষত বিষয়ে এক বছর প্রশিক্ষন গ্রহন করতে হবে।প্রশিক্ষনে উত্তীর্ন প্রার্থীদেরকে চূড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে।

আবেদনের নিয়মঃ
১।আবেদনটি দাখিল করতে হবে চেয়াম্যান,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,রাঙ্গামাটি বরাবরে।
২। নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সরকারী বিধি-বিধান প্রতিপালিত হবে।
৩। আবেদন পত্রটি অবশ্যই নিরধারিত ফরমে প্রার্থীর স্বাক্ষরতি হতে হবে।
৪।সরকারী/স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগন স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পত্র দাখিল করতে হবে।
৫।আবেদনের সাথে চেয়ারম্যান,রাঙ্গামাট জেলার পরিষদ,রাঙ্গামাটি অনুকূলে ৩০০/- (তিন শত)টাকার  ব্যাংক ড্রাফট/ পে অর্ডার পরীক্ষার ফি বাবদ (অফেরত যোগ্য) জমা দিতে হবে ।পোষ্টাল অর্ডার গ্রহন যোগ্য নয়।

গুরুত্ব পূর্ন বিষয়ঃ

  • আবেদনের শেষ সময় তারিখঃ ০৭/১২/১৭ খ্রিঃ
  • ব্যাংক ড্রাফট/পে অর্ডারঃ ৩০০/-
  • এইচ,এস,সি/সমমানঃ            বিজ্ঞান বিভাগ
  • প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীগনের এক বছরের জন্য প্রশিক্ষনে উত্তীর্ন হওয় সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
  • নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল (file_1510120163)
  • আবেদন পত্রের পিডিএফ ফাইল(file_1510120320)

দৃষ্টি আকর্ষনঃ
যদি আপনি আবেদন করতে চান অথবা বিস্তারিত জানতে চান,তাহলে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নিবেন।আমার এ লেখার উপর নির্ভর করে আবেদন করবেন না।রাঙ্গামাটি জেলা পরিষদের নিজস্ব ওয়েব সাইট থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে হয়েছে।আপনি চাইলে () এই লিংকে গিয়ে মুল বিজ্ঞপ্তিটি এবং আবেদন পত্রের ফরমেট সংগ্রহ করতে পারেন।আর এই লেখাটি শুধু মাত্র আপনার অবগতির জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here