রাঙ্গামাটি পৌরসভার পুরান পাড়া এলাকায় ৩২ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি সদস্যদের লাভজনক ভাবে খামার স্থাপনের উপর প্রশিক্ষন দেওয়া হয়।প্রশিক্ষন হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) ডাঃসুচয়ন চৌধুরী।প্রশিক্ষন গ্রহনকারী তরুন-তরুনীদের মধ্যে খামার করে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
প্রশিক্ষন শেষে উপস্থিত একজন প্রশিক্ষনার্থী ব্রয়লার খামার,দুইজন দেশি মুরগী পালন,একজন সোনালী মুরগী পালন এবং বেশ কয়েকজন হাঁস-মুরগী পালনের ব্যপারে আগ্রহ প্রকাশ করেন।এই আগ্রহ সত্যি আশাব্যঞ্জক স্বনির্ভর জাতি গঠনে।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
Comment:স্যার আমিও একজন অস্ত্রদারী আনসার সদস্য।
আমি গবাদিপশুর উপর প্রশিক্ষন নিয়েছি ৩ মাসের। দোয়া করবেন
আপনার কাছে অনুরোধ সিলেট আসলে এই ছোট ভাইকে মেসেজ দিবেন, আপনাকে দেখব তাই
১৭ টি ব্লাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করেছি, সরকারী খামার থেকে ছাগল সংগ্রহ করতে খুব কষ্ট হচ্ছে।
শুভ কামনা রইল।আশা করি সফল হবেন।
শীত কালে পিপি আর রোগ থেকে খাম্র সব্ধানে রাখবেন
ধন্যবাদ ।আশা রাখি সিলেটে আসলে দেখা হবে
Thank you for your nice presentation.We want more this type of article.