গ্রীন হিল সীর্ক প্রকল্পের আওতায় পরামর্শমূলক কর্মশালা

0
1140

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রীনহিল-গ্রামীন জনগগোষ্ঠীর সামাজিক,প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন(সীর্ক) প্রকল্পের আওতায় উপকারভোগী ও সেবা প্রদানকারীদের সম্মিলিত অংশ গ্রহনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার চেয়াম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,সহকারী মৎস্য কর্তা,উপসহকারী কৃষি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন হেড ম্যান,কারবারী,কৃষকসহ স্থানী আরো অনেকে।তাছাড়া “গ্রীন হীল” এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্য টুকু তালুকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কর্মশালার মত বিনিময়ে উঠে আসে প্রকল্পের বর্তমান কার্যক্রম,সুবিধা-অসুবিধা সহ নানা নানা দিক।সরকারী দপ্তরের প্রতিনিধি গন তাদের সেবা গ্রহনের বিভিন্ন দিক উপস্থিত  সকলের মাঝে তুলে ধরেন।

সর্বশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার আলোচনা  এবং সমাপনী ভাষনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ০
রাঙ্গামাটি সদর,রাঙ্গামাটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here