অধিক মাংস উত্তপাদনকারী গরু ব্রাহমা পালনে উতসাহিত করার উদ্দেশ্যে, যেসব খামারের গাভীকে ব্রাহমা জাতের বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করানো হয়েছে তাদেরকে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরন করা।তবে দেওয়া হয় সরাসরি খামারীর খামারে গিয়ে।
এ কাজে সরাসরি যোগ দিয়েছিলে রাঙ্গামাটি জেলার সুযোগ্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মনোরঞ্জন ধর মহোদয়।সাথে আমি ডা:সুচয়ন চোধুরী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ:দা:)।
আর এই বিষয়টি আয়োজনে সব চেয়ে বড় দায়িত্ব পালন করেছেন সহকর্মী ভিএসএ(এ,আই) দীপল চাকমা।
দীপল বাবু ব্রহমা জাতের গরুর বীজ খামারীদের কাছে পৌঁছানোর জন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন এবং এ কাজে তিনি সফলও হয়েছেন।
ডা:সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ:দা:)
রাঙ্গামাটি সদর