ছবিতে ঘাস হাতে দাড়িঁয়ে থাকা নজরুল নামের এই তরুন উদ্যোগতা আরো কয়েক জন সমবয়সী নিয়ে গড়ে তুলেছে গাভী,ছাগল,মুরগীর খামারসহ সমন্বিত প্রকল্প।
আজকে সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আসার পর আলাপচারিতায় জানা গেল তাদের উদ্যম,শ্রম ও স্বপ্নের কথা।
বুঝলাম তাদের সাফল্যকে কেউ আটকাতে পারবে না শুধু ঘাস ছাড়া।অর্থাৎ তাদের ভাল জাতের ঘাসের অভাব।
এটা জানার পর ক্যাম্পাস নার্সারী থেকে প্রদর্শনীর জন্য রাখা নেপিয়ার ঘাসের কাটিং নিয়ে যেতে বললাম।তারাও সাথে সাথে দা নিয়ে নেমে পড়ল ঘাসের কাটিং নেবার জন্য।
তাদের উদ্যম আমার খুবই ভাল লাগল।তারা সফল খামারী হবেই হবে।হতেই হবে।এ রকম খামারীদের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে সবসময়।
আপনারাও এই নবীন খামারীদের সফলতার জন্য পরামর্শ ও দোয়া করবেন।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজলে প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর