পশুকে এনথ্রাক রোগের টীকা কিভাবে দিবেন?

0
2250

এন্থ্রাক্স রোগ কি?

গবাদি পশুর মারাত্মক একটি রোগ হক তরকা বা এনথ্রাক্স।এটি Bacillus anthrasis নামক ব্যাকটেরিয়া কারনে হয়।

কোন কোন প্রাণিকে দিবেন?

গরু,মহিষ ছাগল ঘোড়া ইত্যাদি

ডোজ কত?

গরু/ঘোড়া/মহিষের ক্ষেত্রে ১ মি.লি চামড়ার নীচে দিতে হবে। আর ছাগল ভেড়ার ক্ষেত্রে প্রতি প্রাণিকে ০.৫ মি.লি. চামড়ার নীচে দিতে হবে।

কত দিন পর পর দিতে হয়?

কোন প্রাণিকে সঠিকভাবে একবার দিলে তা ১ বছর পর্যন্ত কার্যকর থাকেই।তাই প্রতিবছর একবার করে এই ভেকাসিন করালেই চলবে।

এক বোতলে কত ডোজ থাকে?

সরকারী সরবরাহকৃত এনথ্রাক্স ভেক্সিন প্রতি বোতলে ১০০ ডোজ থাকে।

দাম কত?

এক বোতল ভেক্সিনের সরকারী নির্ধারিত দাম হল ৫০ টাকা

গরু ছাগলের আরেকটি মারাত্মক রোগ হল ক্ষুরা রোগ এবং এবং বাদলা রোগ।এই দুটি রোগের টিকা সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন

ক্ষুরা রোগের টিকা দেওয়ার নিয়ম

বাদলা রোগের টিকা দেওয়ার নিয়ম