লেয়ার মুরগীর আলোর সঠিক কর্মসূচীর উপর নির্ভর করে খামারে অনেক গুরুত্বপুর্ন বিষয়।আলোর সময় সুচী ঠিক ঠাক মত থাকলে মুরগী সঠিক সময়ে ডিম পাড়া শুরু করবে এবং দীর্ঘ দিন ভালভাবে ডিম দিবে।
লেয়ার মুরগীর একদিনের বাচ্চাকে দিন রাত চব্বিশ ঘণ্টা একটা আলো দিতে হবে ।এরপর ধীরে ধীরে কমিয়ে সপ্তম সপ্তাহে তা অর্ধেক করে ফেলতে হবে।অর্থৎ শুধু দিনে আলো জ্বলবে রাতে অন্ধকার থাকবে। পরবর্তীতে ২অ সপ্তাহ থেকে আলো বাড়ানো শুরু করতে হবে।যা ২৭ সপ্তাহে ১৬ ঘন্টায় গিয়ে থামবে।
নিচে একটি টেবিলে এই আলোর সময় সূচী ধারাবাহিক ভাবে দেওয়া হল। ৩ নং কলামে দেখানো হয়েছে প্রতি ৪ বর্গফুট স্থানে কত ওয়াট আলোর প্রয়োজন। অর্থাৎ এর উপর ভিত্তি করে আপনাকে হিসেব করতে হবে কত ওয়াটের কত টি বাতি লাগবে।
বয়স | দৈনিক আলোর সময় (খোলা ঘর) | ওয়াট বাল্ব (প্রতি ৪ বর্গফুট) |
১-৩য় দিন | ২৪ ঘণ্টা | ২.২৫ |
৪-৬ষ্ঠ দিন | ২৩ ঘণ্টা | ২ |
৭ম দিন | ২৩ ঘণ্টা | ১.৫ |
২য় সপ্তাহ | ২৩ ঘণ্টা | ১ |
৩য় সপ্তাহ | ২২ ঘণ্টা | ১ |
৪র্থ সপ্তাহ | ১৮ ঘণ্টা | ১ |
৫ম সপ্তাহ | ১৬ ঘণ্টা | ০.৭৫ |
৬ষ্ঠ সপ্তাহ | ১৪ ঘণ্টা | ০.৭৫ |
৭ ম সপ্তাহ | ১২ ঘণ্টা | ০.৭৫ |
৮ম সপ্তাহ | রাত্রে অন্ধকার | ০.৭৫ |
৯-১৮ তম সপ্তাহ | রাত্রে অন্ধকার | ০.৩৩ |
১৯তম তম সপ্তাহ | রাত্রে অন্ধকার | ০.৭৫ |
২০তম সপ্তাহ | ১১ ঘণ্টা | ০.৭৫ |
২১তম সপ্তাহ | ১২.৩০ ঘণ্টা | ১ |
২২-২৩ তম সপ্তাহ | ১৩.৩০ ঘণ্টা | ১ |
২৪-২৬ তম সপ্তাহ | ১৪.৩০ ঘণ্টা | ১ |
২৭ তম সপ্তাহ | ১৫ ঘণ্টা | ১ |
২৭ তম সপ্তাহ উর্ধ্বে | ১৬ ঘণ্টা | ১ |
উৎসঃলেয়ার মুরগী খামার স্থাপন হ্যাণ্ডবুক
জাতীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা প্রকল্প,প্রাণিসম্পদ অধিদপ্তর