গরুর রক্ত প্রশ্রাব কি করবেন?

0
2095

গরুর রক্ত প্রশ্রব করলে যে কাজগুলো করতে কতে হবে তা একটু জানুন

  1. এ রোগের আরেক নাম হল বেবিসিওসিস/babesiosis/Piroplasmisis/Red water fever
  2. এ রোগের বাহক হল এক ধরনের পরজ়ীবি নাম হল babesia spp
  3.  অসুস্থ গরুকে প্রথমে সুস্থ গরু থেকে আলাদা করে ফেলতে হবে।
  4. পর্যাপ্ত পরিমানে পানি খাওয়াতে হবে ।ডাবের পানি হলে সবচেয়ে ভাল হয়।
  5. চিকিৎসা হিসেবে  Imidocarb Dipropionate গ্রুপের ঔষধ যেমন babe cure দেওয়া যেতে পারে।মাত্রা হল ১-২.৫ মিলি প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য।প্রয়োজন হলে ১ দিন পর পূনরায় প্রয়োগ করতে হবে।
  6. অথবা, Aromatic Diamidinies গ্রুপের ঔষধ যেমন Berenil 0.৮ গ্রাম/ ১০০ কেজি দৈহিক ওজনের জন্য ব্যবহার করা যেতে পারে।
  7. কোম্পানির ঔষধ পাওয়া না গেলে, ৮-১০ গ্রাম এলাম এবং ১০-১৪ গ্রাম বোরিক এসিড,২৫০ মিলি পানির সাথে মিশিয়ে দিনে তিন বার করে দুই দিন খোওয়ালে এ রোগ ভাল হয়ে যায়।
  8. সাথে যে কোন একটা পেনিসিলিন/পেনিসিলি+ স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ঔষধ যেমন Pronaphen 40 lac ১০ মিলি/১০০ কেজি দৈহিক ওজনেরে জন্য ৫-৭ দিন দে ওয়া যেতে পারে।

বি.দ্রঃ রোগ অতিরিক্ত হলে অবশ্যি নিকটস্থ প্রাণি চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন

লেখকঃডাঃসুচয়ন চৌধুরী
          ভেটেরিনারি সার্জন
         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here