Turtles as patient

0
552

প্রাণি হাতপাতালে সকল প্রাণি সেবা পাবে। এটাই সব প্রাণির প্রত্যাশা,তাই তো  গতকাল রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছিল বিরল প্রজাতির এই কচ্ছপটি।মালিক খুব যত্ন করে কোলে করে নিয়ে এসেছিল এই প্রাণিটিকে।

আমার সামনে আসার পর মিটিমিটি চোখ বের করে আমার দিকে তাকিয়ে ছিল।কিন্তু মালিকে বলছিলেন,এটি চোখ খোলে না।অবশেষে তাকে বিদায় জানালাম সামান্য কিছু ঔষধ দিয়ে।

লেখকঃ
ডাঃ সুচয়ন চৌধুরী।
ভেটেরিনারি সার্জন,
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,
রাঙ্গামাটি প্রাণিস্পদ দপ্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here