নিতান্ত সহজ সরল এই মানুষটির নাম মোঃ সিরাজুল হক। তার গরুর দুধের দাম বাজার দরের চেয়ে কমপক্ষে দশ টাকা বেশি থাকে।বলুন তো কেন? সেই উত্তর আপনারাই দিবেন।কিন্তু তার গবাদি পশু পাখি গুলোর প্রতি সেবার বিষয়ে তার কোন আপোষ নেই।
নিজ খামারে মোঃসিরাজুল হক |
রাঙ্গমাটি প্রাণিসম্পদ দপ্তরের রেকর্ড অনুসারে তিনি খামার শুরু করেন ১৯৮২ সালে।সেই থেকে বর্তমানে ৩০+ গরু নিয়ে তার খামারটি চোখে পড়ে রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি পৌরসভার আসামবস্তি এলাকায়। বর্তমানে দুধালো গরু আছে ১৫ টি দুধাল গাভী রয়েছে।
রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের সহযোগীতায় কৃত্রিম প্রজনন করিয়ে খামারে এখন মোটামুটি সব গাভীই অধিক দুধ উৎপাদনকারী ক্রস ফ্রিজিয়ান এবং ক্রস জার্সি ।
নিজের খামারের গরুগুলোর খাবারের কথা চিন্তা করে বিশাল এলাকা জুড়ে গড়ে তুলেছেন নেপিয়ার এবংপাকচুং ঘাসের বাগান।তার মতে গবাদি পশু পালনের জন্য কাঁচা ঘাসের কোন বিকল্প নেই।
নিজের লাগানো পাকচুং ঘাসের প্লটে খামারী মোঃসিরাজুল হক |
যারা নতুন খামারী,যারা খামার নিয়ে হতাশায় আছেন তাদের জন্য এই পোস্ট।এরকম সফল খামারি আরো অনেক উদাহরন পাওয়া যাবে রাঙ্গামাটিতে ।আর সমগ্র দেশের কথা বললে তো আর কথাই নেই!
তাই বিজ্ঞান সম্মতভাবে খামার করুন আর লাভবান হোন, এই প্রত্যাশা।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
facebook page :farmer hope
lisinopril 12.5 mg
tadalafil 80mg
lyrica pills 75 mg
how to buy amoxycillin