বাচুরকে দুধ কতটুকু খাওয়াবেন?

0
1828

 

 

উত্তর খুব সহজ! বাচুরের যতক্ষন না পেট ভরে।কিন্তু এটা কি তার জন্য পর্যাপ্ত না কি কম বা বেশি।যদি গরু ফ্রিজিয়ান বা উন্নত কোন জাতের তাহলে তো সেটা ২০-২৫লিটারও দিতে পারে।আর বাচুর যদি মন ভরে খেতে থাকে তাহলে কি হবে চিন্তা করুণ তো! সর্বনাশ!! হতে পারে পাতলা পায়খানা,পেট ফোলাসহ অনেক ঝামেলা।সর্বশেষ পরিনতি মৃত্যুও হতে পারে।

আর বিষয়টা যদি তার উলটো হয় তাহলে কি হবে।একটা একশত কেজি ওজনের দেশী রোগা গাভী তার বাচুরকে কতটুকু দুধ দিতে পারে,যদি সারা দিনও বাচূর দুধ খায়।আর যদি বাচুর হয় দেশি এবং ফ্রিজিয়ানের ক্রস তাহলে তো আর কথাই নেই।না খেয়ে খেয়ে বাচুরটি হবে দূর্বল।তার ভবিষ্যত কি হবে ভাবুন তো!সেটা কি ভবিষ্যতে ভাল গাভী হতে পারবে।উত্তর অবশ্যই “না”।

দুধ বেশী খাওয়ান আর কম খাওয়ান দুটোই খারাপতাই বাচুর কে পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে।তাহলেই ভবিষ্যতে ভাল গাভী পাবেন।পাবেন ভাল ষাড়।
কিন্তু সেই পর্যাপ্ত পরিমানটা কতটুকু।এক মিনিট ভাবুন??

এবার বলি শুনুন, যদি বাচুরের ওজন হয় ৩০ কেজি তাহলে তাকে দুধ দিতেহ হবে দৈনিক তিন কেজি।এভাবে চল্বা জন্মের পর তিন সপ্তাহ।

এর পরে বাচুরের ওজন ৩০ কেজি হলে দৈনিক দুধ দিতে হবে ২ কেজি।এই হিসেবে চলবে আরো দুই সপ্তাহ।তাহলে মোট পাঁচ সপ্তাহ গেল।

এবার আপনি প্রতি ২০ কেজি ওজনের জন্য ১ কেজি করে দুধ দিলেও চলবেতাহলে বাচুরের শরীর স্বাস্থ্য ভাল থাকবেআর ভবিষ্যতে আপনার খামার লাভজনক হয়ে  উঠবে।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর,রাঙ্গামাটি

আরো জনতে হলে নিচের লিংকগুলো ক্লিক করতে পারেন

১। ডেইরী খামারে ওলান ফোলা রোগ নিয়ন্ত্রনে ১০ টি কৌশল
২। কিভাবে বুঝবেন আপনার গরু ডাকে আসছে?
৩। গরুর স্বাভাবিক তাপমাত্রা কত?
৪। গরুর রক্ত প্রশ্রাব কি করবেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here