ডেইরী খামার বিষয়ক ফ্রি প্রশিক্ষন

0
1122


আগামী কাল যুব উন্নয়ন অধিদপ্তর,রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভার এডিসি কলোনী এলাকার পৌর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে বিকাল তিন ঘটিকায় সময় ডেইরী খামার বিষয়ক একটি প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।উক্ত প্রশিক্ষন পরিচালনা করবেন রাঙ্গামাটী সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) ডাঃসুচয়ন চৌধুরী।প্রশিক্ষনের সময় হচ্ছে আগামীকাল রোজ মঙ্গলবার (২১/১১/১৭ খ্রি.)  বিকাল তিন ঘটিকার সময়।উক্ত প্রশিক্ষনে অংশ গ্রহনে আগ্রহী যুবক-যুবতীদের রাঙ্গামাটি সদর উপজেলার যুব উন্নয়ন দপ্তরের সাথে যোগাযোগ করে যথাযথ নিয়ম অনুসরন পূর্বক প্রশিক্ষনে অংশ গ্রহন করতে পারবেন।তবে এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সিদ্ধান্ত চুড়ান্ত  বলে গন্য হবে।

রাঙ্গামাটি সদর এলাকায় যে যুব সমাজ ডেইরী খামার করব করব ভাবছে তাদের জন্য এটি একটি দারুন সুযোগ।তাই আগ্রহী রা এই সুযোগটি কাজে লাগাতে পারেন।কারন সফল খামারী হতে চাইলে প্রশিক্ষনের কোন বিকল্প নাই।খামার করার আগে খামার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকলে আপনি সহজে ছোট খাট অনেক সমস্যা উৎরে যেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here