গাভীর দুধ উৎপাদন বৃদ্ধির ১০টি কৌশল

59
16696

প্রিয় খামারী ভাই-বোনেরা, যারা ডেইরী খামার করেন তাদের প্রায় সবাই চান খামার থেকে বেশি লাভ করতে।আর লাভ করতে হলেই তো বেশি দুধ প্রয়োজন।তাই আপনার খামারের গাভীটি যাতে তার সাধ্যের সবটুকু দিয়ে আপনার আশা পূর্ন করতে পারে সে ব্যবস্থা করতে হবে।গাভী কিন্তু চাই তার সব টুকু উজার করে দিয়ে মালিকের উপকার করার জন্য।কিন্তু সেই সুযোগ আপনি কতটুকু কাজে লাগাতে পারলেন,সেই কারিশ্মা কিন্তু আপনার হাতে।এখন প্রশ্ন হল কি সেই কারিশমা।ব্যাপার জঠিল কিছু নয়।আপনার শুধু জানতে হবে,কেন বা কি কারনে গাভীর দুধ বাড়ে আর কি কারনে কমে! যদি জেনে থাকেন তাহলে মিলিয়ে নিন আর জানা না থাকলে নিমিষেই নিচের ১০ট বিষয় খেয়াল করুন।

১।কিভাবে দুধ দোহন করান?

দুধ উৎপাদন কম হবে না বেশি হবে অথবা ঘন হবে না পাতলা হবে তা অনেকাংশে নির্ভর করে দোহনের উপর।যদি দহনের কোন ত্রুটি থাকে,দোহন কারী পরিবর্তন হয় তাহলে দুধের পরিমানও পরিবর্তন হবে।আর দুধ হোহনের সময় যদি ইভটিচিং করেন তাহলে তো সে বেকে বসবেই।তার মানে দুধ দহনের সময় তাকে একটি শান্ত-শিষ্ট পরিবেশ দিতে হবে।

তাছাড়া ওলানে দুধের চাপের উপরও দুধের পরিমান এবং  দুধের উপাদানের পরিমান নির্ভর কিরকম? বিষয়টি হল দোহন প্রক্রিয়া অগ্রসর হওয়ার সাথে সাথে দুধে চর্বির পরিমান বাড়তে থাকে।অনেক্ষন পর দুধ দোহন করলে দুধের চাপ বেশি থাকে তাই চর্বির পরমান কম থাকে,কিন্তু যদি অল্প সময় পর পর দোহন করা হয় তবে দুধে চর্বির পরমান বেশি পাওয়া যায়।।তাই একই গাভীর  সকালের দুধের চেয়ে বিকেলের দুধে চর্বির পরিমান বেশি থাকে।

এমন যদি হয় আজকে এই ঘরে তো কালকে অন্য ঘরে দুধ দহন করালেন,অথবা দূধ দহনের সময় পরবর্তন করলেন তাহলেও দুধের পরিমান হ্রাস পেতে পারে।দুধ দোহনের সময় যদি কোন আগন্তুক দাড়িয়েঁ থাকে তাহলে দুগ্ধবতী গাভীটি লজ্জা পাবে এটাই তো স্বাভাবিক।তাই দুধ দোহনের সমইয় “নো বাইরের মানুষ” (এমন কি যদি সে মালিকও হয়!)

২। সুষম খাবার পর্যাপ্ত দিচ্ছেন তো?

যেই গরু বেশীই দুধ দিবে সেই গরুকে বেশি খাবার দিতে হবে এটাই স্বাভাবিক।জানেন সকলে মানেন কয়জনে?১০০ কেজি একটি গরুর কতটুকু খাবার প্রয়োজন সেই বিষয়ে আমার আগের একটি লেখা আছে প্রয়োজন করলে এই লিংকে ক্লিক করে পড়ে নিতে পারেন।এই স্বাভাবিক খাদ্যের সাথে বাড়তি দুধের জন্য বাড়তি খাবার যোগ করতে হবে।আর গরু যদি গর্ভবতী হয় তাহলে আরো অতিরিক্ত যোগ হবে সব ঠিক ঠাক থাকলে তবেই সে আপনাকে ভাল দুধ দিতে পারবে।

০৩।গর্ববতী গাভীর শারীরিক অবস্থা কেমন?

গাভী যদি গর্ভবতী হয় তাহলে তাকে এমন ভাবে খাবার দিতে হবে যেন সে নিজের শরীর চালানো,দুধ উৎপাদন এবং গর্ভস্থ বাচ্চার বৃদ্ধির জন্য পর্যাপ্ত খাবার পাই।যদি গাভী থেকে ভাল দুধ পেতে চান তাহলে গর্ভস্থ গাভীকে পর্যাপ্ত সুষম খাদ্য এবং সুষ্ঠ ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে।তা না হলে দুধ পাবেন ঠিকই কিন্তু খামারে লাল বাতি(!) জ্বলতে বেশী সময় লাগবে না।

খেয়াল রাখবেন,প্রসবের ৫০-৬০ দিন পূর্বেই গাভীর দুধ দোহন অবশ্যই বন্ধ করতে হবে।কিন্তু তা একদিনে নয়।

০৪।গাভীর বয়স কেমন হল?

বয়সে সাথে সাথে যৌবনে ভাঁটা পড়ে দুধেও টান পড়ে।একটু সহজ করে বলি,প্রথম বিয়ানে দুধের পরিমান একটু কম থাকে দ্বিতীয় বিয়ানে তা আর একটু বাড়ে।তৃতীয় বিয়ানে তা চরমে পৌঁছে যাই।খামারীর আনন্দ ধরে না।সেই রকমই চলে আরো দুই এক বিয়ান তার পরে শুরু হয় ভাঁটার টান।যত বিয়ান বাড়ে তত দুধ কমে।এই হল সাধারনহিসাব নিকাশ।

যদি বয়স হিসাব করেন তাহলে সাধারনত ৪-৫ বছর বয়সে দুধের ভরা বর্ষা চলতে থাকে।আর ৮-৯ বছরের পর শুরু হয় গ্রীষ্মের খরা।এবার ভাবুন,আপনার কি করা?

০৫। শারীরিক ওজনঃ

গরুর আকার এবং ওজনের সাথে রয়েছে দুধের একটি দারুন সম্পর্ক।সেই বিষয়টি আমাও চেয়ে আপনারা আরো ভাল জানেন।গরুর ওজন যত বেশী হয় স্বাভাবিক ভাবে তার ওলান ও পরিপাকতন্ত্র বড় হয়।তাই দুধ উৎপাদন ক্ষমতা ও বেশী হওয়ার সম্ভাবনা থাকে।

০৬।গর্ভকালঃ

গর্ভকালে শুরুর দিকে দুধের উৎপাদন তেমন পরিবর্তন না হলেও শেষের দিকে  উৎপাদন হ্রাস পায়।সাধারনত গর্ভস্থ বাচুরের জন্য পুষ্টির প্রয়োজন হয় বলেই দুধ কমে যায় বলে ধারনা করা হয়।তাচাহড়া এই সময় শরীরের মধ্যে ইষ্ট্রজেন এবং প্রজেষ্টেরন(Estrogen & Progesteron) নামক দুটি হরমোন বৃদ্ধি পায়,যা দুধ উৎপাদন হ্রাসে প্রভাব বিস্তার করে।

তাই এই বিষয়ে মন খারাপ করার কিছু নেই।পুরাতন খামারীরা এই বিষয়টি ভালই বুঝেন।

০৭।কতদিন পর পর বাচ্চা হয়?

একবার বাচ্চা দেওয়ার দুই বছর পর যদি ডাকে আসে, তাহলে দুধের কথা তো পড়ে খামার টিকানোই মুশকিল হয়ে যাবে।তাই খেয়াল রাখতে হবে বাচ্চা দেওয়ার ২-৩ মাসের মধ্যের যেন গাভী ডাকে আসে।তাহলে আপনি ১-১.৫ বছরের মধ্যেই  নতুন বাচ্চা পাবেন।তবে কোন ভাবেই বাচ্চা প্রসবের ৬০ দিনের মধ্যে গাভীকে নতুন ভাবে গর্ভবতী করা যাবে।

এতেই করেই আপনার খামের দুধ উৎপাদন ও খামারের লাভ দুটো ঠিক থাকবে।

০৮।সব বাটে কি দুধ সমান আসে?

উত্তর হল না।তাহলে কোন বাট থেকে বেশি আসে?

সাধারনত গাভীর পিছনের অংশের বাট দুটি থেকে মোট দুধের ৬০% আসে এবং সম্মুখ অংশের বাট থেকে বাকি ৪০% আসে।খেয়া রাখতে হবে সব দুধ সঠিক ভাবে আহরপন করেছেন তো!খেয়াল করতে হবে যেন বাটে যেন সমস্যা না আসে।(বাটের সমস্যা প্রতিরোধের উপায়)

০৯। কয়বার দুধ দোহন করেন?

সাধারনত সবাই দুই বেলা দোহন করেন।কিন্তু তা কখন?কখনো সকাল ৭টা বাজে শুরু কখনো ৮টা আবার মাঝে মধ্যে ৮.৩০ টাও হতে পারে।যদি তাই হয় তাহলে বলল আপনার সময়ের ব্যাপারে আরো একটু সতর্ক হওয়া প্রয়োজন।চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে দুধ দহনের।আর দুই বেলা দুধ দোহনের ব্যবধান যদি হয় সমান সমান (অর্থাৎ ১২ ঘন্টা পর পর) তবে আপনি সর্বাধিক দুধ সংগ্রহ করতে পারবেন।

যদি সম্ভব হয় আপনি তিন বেলাও দুধ দোহন করতে পারেন।এতে করে দুধের পরিমান বড়বে ।তবে দুধ দোহনের ব্যবধান টা সঠিক হওয়া চাই।

১০।গাভীকে কতটুকু পানি দেন?

দুধের প্রায় ৮৭% পানি।তাহলে বুঝুন দুধের মাধ্যমে শরীর থেকে কি পরিমান পানি বের  হয়ে যায়!তাছাড়া একবার প্রস্রাবে করার সময় কতটুকু তরল শরীর থেকে গাভী বের করে খেয়াল করেছেন?তাছাড়া তার শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্যও পানির প্রয়োজন।

কিন্তু কতটুকু বিশুদ্ধ পানি আমরা তাকে দিচ্ছি?স্বাভাবিক ভাবে একটা গাভীর ওজনের উপর ভিত্তি করে ৫০-৮০ লিটার পানি দৈনিক প্রয়োজন হতে পারে। তাই এ ব্যাপারে কোন ধরনের কার্পন্য করা যাবে।গাভীকে তার চাহিদা মাফিক পর্যাপ্ত পানি দিন।প্রয়োজনে একটু বেশি দিন তবে তা কোন ভাবেই যেন তার চাহিদার চেয়ে কম না হয়।

59 COMMENTS

  1. Hi there,

    My name is Mike from Monkey Digital,

    Allow me to present to you a lifetime revenue opportunity of 35%
    That’s right, you can earn 35% of every order made by your affiliate for life.

    Simply register with us, generate your affiliate links, and incorporate them on your website, and you are done. It takes only 5 minutes to set up everything, and the payouts are sent each month.

    Click here to enroll with us today:
    https://www.monkeydigital.org/affiliate-dashboard/

    Think about it,
    Every website owner requires the use of search engine optimization (SEO) for their website. This endeavor holds significant potential for both parties involved.

    Thanks and regards
    Mike Jenkin

    Monkey Digital

  2. I want to show you one exclusive program called (BTC PROFIT SEARCH AND MINING PHRASES), which can make you a rich man!

    This program searches for Bitcoin wallets with a balance, and tries to find a secret phrase for them to get full access to the lost wallet!

    Run the program and wait, and in order to increase your chances, install the program on all computers available to you, at work, with your friends, with your relatives, you can also ask your classmates to use the program, so your chances will increase tenfold!
    Remember the more computers you use, the higher your chances of getting the treasure!

    DOWNLOAD FOR FREE

    Telegram:
    https://t.me/btc_profit_search

  3. Для тех, кто интересуется новинками, игры 2024 уже доступны на torrentsigruha.net. Погрузитесь в новейшие игровые миры, не выходя из дома.

  4. জেভিল 6.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করুন,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha-2, ReCaptcha-3, Google captcha, Solve Media, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, FC, ReCaptcha Enterprize এখন নতুন এক্সভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2Captcha, anti-captcha (antigate), rucaptcha.com, DeathByCaptcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

  5. জেভিল 6.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করুন,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha v.2, ReCaptcha v.3, Google captcha, Solve Media, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, FC, ReCaptcha Enterprize এখন নতুন এক্সভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2captcha.com, anti-captcha (antigate), rucaptcha.com, death-by-captcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here