ছাগলের বসন্ত রোগের টিকা কিভাবে দিবেন?

0
2236

ছাগলের বসন্ত রোগ কি?

ছাগলের বসন্ত রোগ একটি মারাত্ম ভাইরাস ঘটিত রোগ।আক্রান্ত ছাগলের দেহের লোমবিহীন ত্বকে বিশেষ করে লেজের নীচে এবং ওলানের আশে পাশে গুটি দেখা যায়।

[ছাগল কে কোন কোন টিকা দিবেন?]
[ছাগলের খামার ব্যবস্থাপনা]

প্রস্তুত প্রনালীঃ

বি,এল,আর,আই থেকে প্রস্তুত মাষ্টার সীড থেকে মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষনা প্রতিষ্ঠান এই টিকা তৈরী করে।এটি একটি লাইভ এটিনিউয়েটেড সেল কালচার টিকা।

সংরক্ষনঃ

সাধারনত -২০˙সেঃ বা এর কম তাপমাত্রায় ২ বৎসর পর্যন্ত এই টিকার গুনগত মান অক্ষুন্ন থাকে এবং ২˙ সেঃ হতে ৮˙ সেঃ তাপমাত্রায় ৬ মাস এই টিকা সংরক্ষন করা যায়।

প্রয়োগ প্রনালীঃ

প্রতি ভায়াল টিকা ১০০ মিলি ডাইল্যুয়েন্টের সাথে মিশ্রিত করে প্রতি পশূকে ১ মিলি করে চামড়ার নীচে প্রয়োগ করতে হয়।

সরবরাহঃ

প্রতি ভায়ালে ১০০ মাত্রা টিকা থাকে এবং সাথে ১০০ মিলি ডাইল্যুয়েন্ট সরবরাহ করা হয়।

মূল্যঃ

প্রতি ভায়াল ৫০.০০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here