সফল ব্রয়লার খামারী গোপন রহস্য

0
833

রাঙ্গামাটি পৌরসভার বিডি আর রোড এলাকায় সফল সৌখিন ব্রয়লার খামারী জনাব নুরুল।

এই খামারীর একটি খুব ভালো উদ্যোগ হল,উনি এন্টিবায়োটিক মুক্ত ব্রয়লার মুরগি বিক্রি করেন।

উনি দীর্ঘ দিন যাবত স্বাস্থ্যকর মুরগী নিশ্চয়তা দিয়ে বিক্রি করে আসছেন।

খামারের ভিতরে ঢুকলেই অবাক হয়ে দেখি প্রতিটি মুরগী ধবধবে সাদা চকচক চক করছে।কোন মুরগীর গায়ে কোন ময়লা নেই।

খামারের লিটার (ভুসি) খুব ঝরঝরে।নিয়মিত লিটার পরিষ্কার করেন।মজার বিষয় হল উনি কোন ভেক্সিনই ব্যবহার করেননি।

আলাপ করে জানা গেল ঔষধের জন্য খরচও খুব নগন্য।অন্য আর দশ জন খামারীর যে খরচ তার তুলনায় প্রায় ১০ গুন কম ঔষধ তিনি ব্যবহার করেছেন।

২৮ দিন বয়সে সব মুরগিই ১.৫ – ২.০ কেজির মধ্যে।খাবারও খেয়েছে অনেক কম।

তার খামারের মুল মন্ত্র হল “পরিচ্ছন্নতা”।সফল খামারের জন্য পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

আসুন এই খামারীকে আমরা অভিনন্দিত করি লাভজনক ভাবে নিরাপদ মাংস উতপাদন ও বিক্রি করার জন্য।

ডা:সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অ:দা:)
রাঙ্গামাটি সদর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here