আনন্দ শোভা যাত্রা

0
1273

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের “৭ মার্চের ঐতিহাসিক ভাষণ” ইউনেস্কোর “মেমোরী অব দা ওয়ার্ড ইন্টারন্যাশানাল রিজিস্টারে” অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য”হিসেবে স্বীকৃতি অর্জন করায় আনন্দ শোভা যাত্রায় অন্যান্য সরকারী দপ্তরের সাথে রাঙ্গামাটি প্রাণিসম্পদ বিভাগ অংশ করেন।উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমনোরঞ্জন ধর;রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) ডাঃসুচয়ন চৌধুরী;সরকারী হাঁস প্রজনন খামারের ব্যবস্থাপক কুসুম চাকমা;সরকারী হাঁস-মুরগী খামারের ব্যবস্থা জয়নাল আবেদীন সহ রাঙ্গমাটি জেলা ও  সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য সহ-কর্মী বৃন্দ।

বেলুন উত্তোলনের মাধ্যমে আনন্দ শোভা যাত্রা উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী  দীপংকর তালুকদার।রাঙ্গামাটী সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙবন্ধুর মুরালের সম্মুখ থেকে থেকে শুরু হওয়া র‍্যালীটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সমাপ্ত হওয়ার পর এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি  সদর

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here