মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়াধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তরে স্মার্ট লাইভস্টক ভিলেজ এর কার্যক্রম চলছে।এর একটি অংশ হিসেবে খামারীদের একটি বেইস লাইন সার্ভে করে তথ্য সংগ্রহ করা হয়েছে।এই তথ্য এনালাইসিসের সুবিধার জন্য ডাটাগুলো এক্সেল সিটে রাখা প্রয়োজন।সেই জন্য প্রদত্ত ফর্মেট অনুযায়ী একটি এক্সেল সিট সবার সুবিধার জন্য তৈরি করলাম।
এই সিট আরো উন্নত করার জন্য, কোন ভুল পরিলক্ষিত হলে অথবা অন্য পরামর্শ থাকলে ই-মেইলে(farmerhope@gmail.com) অথবা কমেণ্টসে জানানোর জন্য অনুরোধ করা হল।
প্রসংগত উল্লেখ্য এই সিট সম্পূর্ন নিজ দায়িত্ব ব্যবহার করতে হবে এবং সার্ভের ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরের সিদ্ধান্তই চুড়ান্ত ।
এক্সেল সীটটি ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন।
Smart Village Data Base in excel sheet prepared by Farmer Hope