প্রিয় খামারী ভাই ও বোনেরা সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
“ঈদ মোবারক”
পবিত্র ঈদকে সামনে রেখে যারা গরু মোটাতাজাকরন প্রকল্প হাতে নিয়ে ছিলেন,আশা করি আপনাদের সকল পশু বিক্রি হয়ে গেছে।সবাই কম বেশি লাভবান হয়েছেন।বিক্রি হয়নি এ রকম গরু নেই বললেই চলে।তবে লাভের ধরনটা স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়েছে।
আমরা জানি আপনিও আপনার খামারের সাফল্যের কথা, কষ্টের কথা জানাতে চান।কোরবানীর মৌসুমে কেমন হল আপনার বেচাকেনা………? সে বিষয়ে কমেন্টস করতে পারেন অথবা ভিডিও দিতে পারেন।বিস্তারিত লিখতে চাইলে ইনবক্সে পাঠাতে পারেন।পরবর্তীতে যাচাই করে সেই আপনার লেখাই আপনার নাম উল্লেখ করে পোষ্ট আকারে প্রকাশ করা হবে। আমরা সবাই মিলে আনন্দ-কষ্ট ভাগাভাগি করে নিতে চাই।
বাজারে মাঝারি সাইজের দেশি গরুর চাহিদা ছিল তুলনা মূলক ভাবে বেশি।তবে বড় গরুও যতেষ্ট বিক্রি হয়েছে।খবরে জানতে পারলাম “রাজা বাবু”(ষাড়) নাকি বিক্রি হয়েছে সতের লক্ষ টাকা দিয়ে। এটা আশাপ্রদ খামারীদের জন্য।
আপনাদের আনন্দের কথা,সাফল্যের কথা শুনতে খুব ভাল লাগে।কিন্তু সে সুযোগ নেই।তাই আমি কয়েক জন সফল খামারীর কথা সহ গরুর বাজারের একটি ছোট ভিডিও ক্লিপ এর লিংক নিচে দিলাম।আশা করি আপনাদের ভাল লাগবে।
https://www.youtube.com/watch?v=HQOC53mQIsgআমরা জানি আপনিও আপনার খামারের সাফল্যের কথা, কষ্টের কথা জানাতে চান।কোরবানীর মৌসুমে কেমন হল আপনার বেচাকেনা………? সে বিষয়ে কমেন্টস করতে পারেন অথবা ভিডিও দিতে পারেন।বিস্তারিত লিখতে চাইলে ইনবক্সে পাঠাতে পারেন।পরবর্তীতে যাচাই করে সেই আপনার লেখাই আপনার নাম উল্লেখ করে পোষ্ট আকারে প্রকাশ করা হবে। আমরা সবাই মিলে আনন্দ-কষ্ট ভাগাভাগি করে নিতে চাই।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর